জলমহাল থেকে ২ লক্ষাধিক টাকার মাছ লুট : গ্রেফতার ১

October 3, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় সরকারী লিজকৃত জলমহাল থেকে গায়ের জোরে ২ লক্ষাধিক টাকার মাছ ধরে নেয়ার দায়ে পুলিশ সোমবার বিকেলে আব্দুল আজিজ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে উপজেলার সুজানগর ইউনিয়নের বড়থল গ্রামের নেকবর আলীর ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার নিজ দক্ষিণভাগ মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি রেণু মিয়া সরকারী জলমহাল ‘বড়জালাই গ্রফ বিল’ ইজারা নিয়ে মাছ চাষ করছেন। স্থানীয় প্রভাবশালী একটি মহল বড় বড় জাল ফেলে প্রতিরাতে জোরপুর্বক লাখ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। বাধা দিলে তারা হত্যার হুমকি প্রদান করে।
২ অক্টোবর রেণু মিয়া ৪ মাছ লুটেরা তাজ উদ্দিন, আকই মিয়া, আব্দুল আজিজ, আব্দুর রহমানের নাম উল্লেখ ও আরো ১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা করলে পুলিশ আব্দুল আজিজ নামে এক প্রভাবশালী ব্যক্তিকে গ্রেফতার করেছে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দেবদুলাল ধর জানান, গ্রেফতারকৃত আসামীকে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com