জাতীয় সাহিত্য সম্মেলন হবে শিল্প সংস্কৃতিতে এক অনন্য দৃষ্টান্ত- কবি অধ্যাপক ড. শহীদুল্লাহ্ আনসারী
সালেহ আহমদ (স‘লিপক)॥ জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ পোয়েটস ক্লাব এর কো-চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষক প্রফেসর ড. শহীদুল্লাহ্ আনসারী বলেছেন, আগামী ১৩ জুলাই ঢাকা খামার বাড়ি মিল্কি অডিটোরিয়ামে বাংলাদেশ পোয়েটস ক্লাব আয়োজিত ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন হবে উপমহাদেশের শিল্প সংস্কৃতি অঙ্গণে এক অনন্য দৃষ্টান্ত।
আমরা সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজন করছি। যার প্রধান আকর্ষণ হবে দি হান্ড্রেডস্ ও দি ফোর্টি সিস্টার্স অব পোয়েটস ক্লাব। আমাদের দি হান্ড্রেডস এর প্রধান উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক ও কবি কলকাতার শক্তিময় দাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দীর্ঘ ২৩ দিন এবং আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি বর্তমানে দেশের বাইরে আছেন তাই আমরা তাৎক্ষণিক তারিখ পরিবর্তন করে ২৯ জুন শনিবার এর পরিবর্তে ১৩ জুলাই শনিবার ধার্য করেছি।
আমাদের অনুষ্ঠানে উপস্থিত হতে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের খ্যাতিমান চলচ্চিত্র শিল্পী, সঙ্গীত শিল্পী ও
সমাজের গুণী মানুষদেরকে। যারা যারা কবিতা পাঠ করতে ইচ্ছুক তাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭১১৬৮৫৩৩৫ এ কবিতা পাঠাতে আমন্ত্রণ জানাচ্ছি। সেন্সর বোর্ডে যেটুকু পাঠ করতে বলা হবে, সেটুকু পাঠ করা সম্ভব হবে। মোবাইল সেট দেখে দেখে কোন কবিতা পাঠ গ্রাহ্য করা হবে না। লিখিত কবিতা দুই কপি জমা দিতে হবে এবং মার্ক করা কাগজে লিখিত কবিতা পাঠ করতে হবে।
শুক্রবার ২৮ জুন বিকালে রাজধানী ঢকার ৫/১ গুপী মোহন বসাক লেন এ জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির সভায় সভাপতির বক্তব্যে জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ পোয়েটস ক্লাব এর কো-চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষক প্রফেসর ড. শহীদুল্লাহ্ আনসারী উপরোল্লেখিত কথাগুলো বলেন।
বাংলাদেশ পোয়েটস ক্লাবের পরিচালক অধ্যাপক মিলন রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বাংলাদেশ পোয়েটস ক্লাব এর চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক, কালচারাল ইভেন্ট এর কো-অর্ডিনেটর কন্ঠশিল্পী শফিকুল ইসলাম স্বপন, ঢাকা মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কবি আউয়াল খন্দকার, সদস্য মুক্তি আল মাহমুদ খান, সৈয়দ সানাউল হক, মোঃ মোস্তফা হাসনাইন পিয়া, আনিয়াতুর আক্তার রোজী, লায়ন খান আকতারুজ্জামান উপস্থিত ছিলেন।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কন্ঠ শিল্পী শফিকুল ইসলাম স্বপন।
মন্তব্য করুন