(ভিডিওসহ) জাতীয় পতাকা মিছিল ও সমাবেশ মৌলভীবাজারে অনুষ্ঠিত

March 1, 2021,

স্টাফ রিপোর্টার॥ দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র ও স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে জাতীয় জাগরণ গড়ে তোলার দাবী জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন।
সোমবার ১ মার্চ সকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এই দাবিতে পতাকা মিছিল ও সমাবেশ করেন মৌলভীবাজার শাখার নেতৃবৃন্দরা।
এ সময় তারা ৩০ লক্ষ শহীদের হত্যা ও ২ লক্ষ নারীর সমভ্রমহানী করে মানবতা বিরোধী অপরাধের দায়ে পাকিস্তানের ক্ষমা চাওয়া আহ্বান জানান। একইসাথে ধর্মান্ধ রাজনীতি নিষিদ্ধ, সস্ত্রাসবাদ, দুর্নীতিবাজ, অর্থ পাচার, নারী-শিশু ও সংখ্যালগু আদিবাসী নিপীড়ন বন্ধ, সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করার দাবী জানানো হয়।
সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা সভাপতি বকসি ইকবাল আহমদ।
এসময় বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য সৈয়দা জেরিন আক্তার, অধ্যক্ষ মোঃ ইকবাল,প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল,জাতীয় পার্টির সাবেক সভাপতি সৈয়দ শাহাবুদ্দিন, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী,সম্মিলিত সামাজিক আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক এডভোকেট কিশোরী পদ দেব শ্যামল, নাট্যকার রুহেল আহমদ, সাংবাদিক সৈয়দ মহসীন পারভেজ, সাংবাদিক ফেরদৌস আহমদ, সাংবাদিক এম এ হামিদ প্রমুখ।
সমাবেশ শেষে একটি পতাকা মিছিল মৌলভীবাজার শহর প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রঙ্গনে গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com