(ভিডিওসহ) ৯ ফেব্রুয়ারি ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন : সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন
স্টাফ রিপোর্টার॥ আগামী ৯ ফেব্রুয়ারি জাতীয় ভিটামিন “এ ” প্লাস ক্যাম্পেন সফল করতে মৌলভীবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে সাংবাদিক ওরিয়েন্টশন কোর্স সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ৭ ফেব্রুয়ারি দুপুরে মৌলভীবাজার ইপিআই ভবনে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে ও ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় এ সাংবাদিক ওরিয়েন্টেশনে প্রায় ৩৫ জন সাংবাদিক অংশ নেন।
এ সময় সার্জন ডাক্তার মোঃ শাহজাহান কবীর চৌধুরী সভাপতিত্বে ডিসপ্লের মাধ্যমে বিশেষ বক্তব্য উপস্থাপন করেন ডা: সায়মা মুজাহিদ লিজা। সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব। জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ওরিয়েন্টেশন সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্ধ।
সিভিল সার্জন ডাক্তার মোঃ শাহজাহান কবীর চৌধুরী জানান, এবারে মৌলভীবাজার জেলায় এক হাজার ৬৪৬ “এ” প্লাস ক্যাম্পেইন কেন্দ্রে, ৬ থেকে ১১ মাসের শিশুদের ২৮ হাজার ৭৩১ টি এবং ১২ থেকে ৫৯ মাসের শিশুদের ২ লাখ ৪৫ হাজার ৩২২ জন শিশুকে ভিটামিন এ দেয়া হবে। ৯ ফেব্রুয়ারী সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।
মন্তব্য করুন