জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গণ-শুনানী অনুষ্ঠিত

October 8, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গণ শুনানী অনুষ্ঠিত হয়েছে।
৭ অক্টোবর শনিবার দুপুরে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাকক্ষে ব্যবসায়ীদের নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে এই গণ-শুনানীর আয়োজন করা হয়।
গণ-শুনানীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন শ্রীমঙ্গল একটি জনবহুল ব্যবসায়ীক এবং পর্যটন অঞ্চল। বহুদিন থেকেই এই অঞ্চলে বিভিন্ন পেশাজীবী শ্রেণীর বসবাস। বিশেষত মৌলভীবাজারের মধ্যে শ্রীমঙ্গলকে পাইকারী ব্যবসায়ীদের কেন্দ্র¯’ল বললেও চলে। তিনি আরো বলেন, সম্প্রতী সময়ে হঠাৎ করেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির দায়িত্বশীল ব্যক্তিরা বাধা প্রদান করছেন। তবে সরকারী কাজে কারো দারা সৃষ্ট বাধা ভাল নয় এবং আইনানুগ ব্যব¯’া নিলে যে কেউ ফেঁসে যেতে পারেন উল্লেখ করে তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কোন আইনই জনগনের অমঙ্গলের জন্য নয়। ভোক্তা অধিকার আইনত নয়ই। ভোক্তা অধিকার আইনের মর্মার্থ সবাইকে বুঝানো গেলে অবশ্যই আর কেউ এ অভিযানে বাধা দেবে না।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com