জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার: বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ ২৮ আগস্ট ৩ সেপ্টেম্বর উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ২৮ আগস্ট সকাল ১১ টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার মোহাম্মদ এমদাদুল হক। তিনি জানান, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে নানা কর্মসূচি গহন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, মাছের পোনা অবমুক্ত করণ, জেলার ৭ নারী উদ্যোগতাকে মৎস্য চাষে সফলতা অর্জন করায় সম্মাননা, প্রামান্য চিত্র প্রদর্শন, প্রশিক্ষণ সহ নানা কর্মসূচী নেয়া হয়েছে।
মতবিনিময় সভায় মৎস্য অফিসার জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা ও বিভিন্ন উপজেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। মতবিনিময় সভায় জেলার প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন