জাতীয় লীগে সিলেটের প্রতিনিধিত্ব করার লক্ষ্যে বড়লেখা ক্রিকেট একাডেমীর ৭০ প্রশিক্ষনার্থীর অনুশীলন

September 24, 2016,

আব্দুর রব॥ আগামী তিন বছরের মধ্যে জাতীয় লীগে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করার লক্ষ্যে বড়লেখা ক্রিকেট একাডেমির ৭০ সদস্য ( ক্রিকেটার) নানা প্রতিকুলতার মধ্যেও অনুশীলন চালিয়ে যাচ্ছে। মাঠের করুণ অবস্থার কারনে পৌরমেয়র আবুল ইমাম কামরান চৌধুরীর বদান্যতায় পৌর মার্কেটের দ্বিতীয় তলায় বর্তমানে ক্রিকেটারদের অনুশীলন চলেছে। সরকারী পৃষ্টপোষকতা পেলে এ একাডেমির ক্রিকেটাররা অনেক দুর এগুতে পারবে বলে ক্রিকেট বোদ্দারা মনে করেন।
জানা গেছে, বড়লেখা ক্রিকেট একাডেমী জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা তৈরীর লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের আয়োজন করে। বড়লেখা, জুড়ী ও বিয়ানীবাজার উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে খোঁজে এনে বালক/কিশোরদের অনুশীলন দিচ্ছে। এ অনুশীলনের কোচের দায়িত্ব পালন করছেন বড়লেখা ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক হারুনুর রশীদ বাদশা। তিনি জানান, উপযোগী মাঠের অভাবে সঠিকভাবে প্রশিক্ষণ দেয়া যাচ্ছে না। তাছাড়া পর্যাপ্ত পৃষ্টপোষকতা না থাকায় লক্ষ্য অর্জন বিঘিœত হচ্ছে। বর্তমানে তিন উপজেলার ৭০ জন খেলোয়াড়ের অনুশীলন চলছে বড়লেখা পৌর মার্কেটের দ্বিতীয় তলায়। পৌরমেয়র এ সহযোগিতা না করলে অনুশীলন বন্ধ থাকতো। অনুর্ধ ১৪, ১৬, ১৮ দলের খেলোয়াড়রা জেলা দলে খেলে নৈপূন্য প্রদর্শন করেছে। আশা করছি আগামী তিন বছরের মধ্যে আমাদের একাডেমির অন্তত ১০ জন ক্রিকেটার জাতীয় লীগে সিলেটের প্রতিনিধিত্ব করবে। অনুর্ধ ১৮-তে রানা, রেজা, জাকির জেলা দলের নিয়মিত খেলোয়াড়। জাতীয় লীগে এবাদত হোসেন ও মৌলভীবাজার জেলা দলে শাহনাজ, আমিনুল, জাকির খেলেছে। বড়লেখা ক্রিকেট একাডেমী ইতিপূর্বে নোয়াখালী বেগমগঞ্জ একাডেমীর সাথে এবং মোহাম্মদপুর বাওয়াল ক্রিকেট মাঠে রকমারি ক্রিকেট টিমের সাথে অংশগ্রহন করেছে।
ক্রিকেট বোদ্দারা মনে করেন সরকারের সহযোগিতা পেলে বড়লেখা ক্রিকেট একাডেমীর প্রশিক্ষনার্থীরা জেলা, বিভাগ ছাড়িয়ে জাতীয় লীগে তথা আর্ন্তজাতিক পর্যায় এগিয়ে যেতে সক্ষম হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com