(ভিডিও সহ) জাতীয় শোক দিবসে জেলা আওয়ামীলীগের দু’ গ্রুপের পৃথক  কর্মসূচী পালন

August 15, 2017,

আব্দুল কাইয়ুম॥ মৌলভীবাজারে দুই অংশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে জেলা আওয়ামীলীগ।

মঙ্গলবার ১৫ আগষ্ট দুপুর শহরের পৌর জনমিলন কেন্দ্রে ও প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর নিজ বাসভবনের সামনে দুই গ্রুপ ভিন্ন ভাবে কর্মসূচি পালন করে। দুই কর্মসূচিই ছিল জেলা আওয়ামীলীগের আয়োজনে। পৌর জনমিলন কেন্দ্রের আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদের পরিচালনায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ এমপি।

এসময় বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সাবেক সংসদ সদস্য হুসনে আরা ওয়াহিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রুমেল আহমদ সহ অন্যান্যরা।

অন্যদিকে দুপুর দেড়টায় প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর নিজ বাসভবনের সামনে জেলা আওয়ামীলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে পৃথক আরেকটি আলোচনা সভা ও দোয়া মাহফিল। জেলা আওয়ামীলীগের সিনিওর সহ-সভাপতি মোঃ ফিরুজ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, জেলা

আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মসুদ আহমদ, সাবেক বৃটিশ কাউন্সিলার ও জেলা আওয়ামীলীগের সদস্য এম.এ রহিম (সিআইপি), সাবেক ছাত্রলীগ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য ভিপি আব্দুল মালেক তরফদার সুয়েব, সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনকার আহমদসহ অন্যান্যরা। সভা শেষে দোয়া ও শিরনী বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com