(ভিডিওসহ) শ্রীমঙ্গলে ফিনলে চা নিয়ে চা ব্যবসায়ীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ ফিনলে টি কোম্পানির বিভিন্ন ক্যাটাগরীর প্যাকেটিং চা নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল শহরের একটি হোটেলে ফিনলে টি কোম্পানির পরিবেশক মেসার্স ফাহিম এন্টারপ্রাইজের আয়োজনে ফিনলে প্যাকেটিং চায়ের বিভিন্ন গুণগতমান নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সেখানে দুপুরের প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে মৌলভীবাজার জেলাসহ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা থেকে প্রায় ৬০জন স্বনামধন্য চা ব্যবসায়ীরা অংশ নেন। বিশেষ করে দেশের বাজারে প্রথম জাপানি প্রযুক্তির তৈরি শিনরাই জাপানিজ গ্রিন টি নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ফিনলে টি কোম্পানির মার্কেটিং ম্যানেজার সাব্বির সাহাবুদ্দিন। ফিনলে টি কোম্পানির কুমিল্লা রিজিওয়নের রিজিওনাল ম্যানেজার রাশেদ হাসান চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, সিলেট বিভাগের মার্কেটিং ম্যানেজার ইবাদুল ইসলাম, শ্রীমঙ্গল চা সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিমেল।
চা ব্যবসায়ীদের উদ্দেশ্য ভার্চুয়ালে বক্তব্য রাখেন ফিনলে টি কোম্পানির চীফ এক্সিকিউটিভ (বিপণন) এস এ এ মাসরুর ও জেনারেল ম্যানেজার মোর্শেদ আহমেদ ।
শ্রীমঙ্গল চা ব্যবসায়ী সমিতির সভাপতি মো.চেরাগ আলীর সভাপতিত্বে ফিনলে টি কোম্পানির পরিবেশক মেসার্স ফাহিম এন্টার প্রাইজের সত্বাধিকারী মো.সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন পপুলার টি হাউসের সত্বাধিকারী শহীদ আহমেদ,শাওন টি হাউসের জামাল আহমদ,আল আমিন টি হাউসের আবাসুর রহমান লিটন, মাস্টার টি সাপ্লাই সাইফুল ইসলাম বুলবুল, মা মণি টি হাউসের রফিকুল ইসলাম কাউছার, শাহ্ টি হাউসের মহুশদ আহমদ,মাহাদি টি হাউসের মামুন আহমদ প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন নিউজ টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি এম এ হামিদ, বাংলা নিউজ টুয়েন্টিফোরের ডিভিশন্যাল সিনিয়র করসপন্ডেট বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, ডেইলি স্টারের মিন্টু দেশোয়ারা। উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত বাংলাদেশ এর প্রতিনিধি সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক এম এ রকিব, দেশ রুপান্তরের আহমেদ এহসান সুমন ও দৈনিক করতোয়ার নূর মোহাম্মদ সাগর।
বক্তারা বলেন, ১২৫ বছর থেকে ফিনলে টি কোম্পানি চা শিল্পের সাথে জড়িত রয়েছে। ফিনলে প্যাকেট চায়ের কোয়ালিটি অনেক উন্নতমানের। তবে চায়ের লুকিং যেন সুন্দর হয়,সেদিকে কর্তৃপক্ষ নজর দেওয়ার আহবান। ফিনলে চা স্থানীয় চা নিলাম কেন্দ্রে বিক্রির জন্য দাবী তুলে ধরেন চা ব্যবসায়ীরা।
মন্তব্য করুন