জামেয়া দ্বীনিয়া মাদরাসার নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি স্থাপন ও ইউকের উদ্যোগে রামদ্বান ফুড প্যাক বিতরণ

February 15, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে জামেয়া দ্বীনিয়া মাদরাসার নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি স্থাপন ও জামেয়া দ্বীনিয়া ইউকের উদ্যোগে রামদ্বান ফুড প্যাক বিতরণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১২ ফেব্রয়ারি সন্ধ্যার কিছু আগে জামেয়া দ্বীনিয়া মাদরাসা প্রাঙ্গণে ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক শাহ্ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. ছাদিক আহমদ, ভূমিদাতা ও সাবেক কাউন্সিলর অলিউর রহমান, সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, সাংবাদিক মু.ইমাদ উদ দিন, পৌর বিএনপি’র আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদ, মাওলানা আসাদ আহমদ চৌধুরী, মাদরাসার ভূমিদাতা ও ইউকে শাখার সদস্য সৈয়দ আবু সাঈদ, সাংবাদিক মো. শাহজাহান মিয়া, ব্যবসায়ী সৈয়দ মাহমুদ আলী, সৈয়দ মৌলভী শোয়েব আহমদ, সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম, হাফিজ আকমল হোসেন তরফদার, হাফিজ মাওলানা মাহফুজুল ইসলাম, শাহ বাহাউদ্দিন সৌওদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা ফজলুর রহমান, মুফতি হিফজুর রহমান ফুয়াদ, মাওলানা এনাম শ্যামেরকোনী, শিক্ষক ছয়ফুল আলম খান, হাফিজ মৌলভী হাসান আহমদ চৌধুরী, শাহ আতাউর রহমান, হাফিজ সাজিদ আহমদ, ছাত্রনেতা মোরশেদ আহমদ চৌধুরী, ইউপি সদস্য মনসুর আহমদ, আলহাজ্ব মোশাহিদ খান আলমগীর হোসেন, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, সৈয়দ তালহা আহমদ, সৈয়দ জাহিদ আলী, জামেয়া দ্বীনিয়া ইউকে এর কর্ণধার ভাইস প্রিন্সিপাল হাফেজ মৌলভী কামরুল হাসান খান।

সদস্য রশিদ আহমদ বেলাল, সৈয়দ আবু সাঈদ , সৈয়দ ফরহাদ আহমদ, সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল, হারুন উর রশিদ, সৈয়দ সাফিউল, মকিস মনসুর, মাদরাসার শিক্ষা সচিব মাওলানা সাদিক আহমদ প্রমুখ।

তিন কোটি ৫০ লাখ টাকা ব্যায় ৩ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করতে সবার সহযোগিতায় কামনা করেন মাদরাসা কর্তৃপক্ষ।

পরে মাদ্রাসা প্রাঙ্গনে জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন জামেয়া দ্বীনিয়া ইউকের অর্থায়নে ১৮০ প্যাকেট খাদ্য সামগ্রী উপহার হিসেবে গরিবের মধ্যে বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com