জালালাবাদ এসোসিয়েশন অফ টরোন্টোর ট্রাস্টী এবং উপদেষ্টাম-লীর পরিচিতি সভা অনুষ্ঠিত
সিবিএনএ কানাডা থেকে॥ ১০ ডিসেম্বর রবিবার টরোন্টোর বার্চমাউন্ট রোডস্থ গ্রান্ড প্যালেস কনভেনশন হলে জালালাবাদ এসোসিয়েশন অফ টরোন্টোর কার্যকরী কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো এসোসিয়েশনের ট্রাস্টি ও উপদেষ্টামন্ডলীদের পরিচিতি সভা এবং তাঁদের সম্মানার্থে এক বিশেষ নৈশভোজের। টরন্টো এবং জি,টি,এ-তে বসবাসরত জালালাবাদ কম্যুনিটির উল্লেখযোগ্য সংখ্যক বিশিষ্ট ও সর্বজনশ্রদ্ধেয় ব্যাক্তিবর্গ উক্ত নৈশভোজে অংশগ্রহণ করেন। অনেকে স্বপরিবারেও অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শুরুর পূর্বে আগত অতিথিদের সুস্বাদু এপেটাইজার দিয়ে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই কানাডা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর এসোসিয়েশনের প্রেসিডেন্ট দেবব্রত দে (তমাল) এবং সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী (রনি) আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে স্বাগত বক্তব্য রাখেন। পরবর্তীতে জালালাবাদ এসোসিয়েশন অফ টরোন্টোর পূর্ববর্তী কার্যকরী কমিটির প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক যথাক্রমে মীজানুর চৌধুরী ও সুদীপ সোম (রিংকু) উপস্থিত অতিথিদের সাথে জালালাবাদ এসোসিয়েশন অফ টরোন্টোর বর্তমান কার্যকরী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। এর পরের পর্বে এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ইন্তেখাব চৌধুরী তুহিনের পরিচালনায় এবং সাংগঠনিক সম্পাদক কাশেম আহমেদ জয় ও প্রচার সম্পাদক ইলিয়াছ খানের কারিগরি সহযোগীতায় জালালাবাদ এসোসিয়েশন অফ টরোন্টোর প্রতিষ্ঠা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত গৃহীত বিভিন্ন কার্যক্রমের সচিত্র প্রতিবেদন পরিবেশিত হয় এবং জন্মলগ্ন থেকে শুরু করে এযাবৎকাল পর্যন্ত সময় সময় জালালাবাদ এসোসিয়েশন অফ টরোন্টো রবিভিন্ন নেতৃবৃন্দের পরিচিতি ও অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এরপর এসোসিয়েশনের প্রেসিডেন্ট দেবব্রত দে (তমাল) উপস্থিত অতিথিদের সাথে সকল সম্মানীত ট্রাস্টী ও উপদেষ্টামন্ডলীদের পরিচয় করিয়ে দেন। পরিচিতি পর্বে ট্রাস্টী ও উপদেষ্টাদের ফুলেল শুভেচ্ছা ও জালালাবাদ এসোসিয়েশনের পিন পরিধান করিয়ে দেয়া হয়। এর পরের পর্বে জালালাবাদ এসোসিয়েশনের অফ টরোন্টো কতৃক আয়োজিত সদ্য সমাপ্ত বিলিয়ার্ড প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদেরহাতে পুরস্কার উঠিয়ে দেন টরোন্টোর জালালাবাদ তথা বাংলাদেশী কম্যুনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ও মিডিয়া জগতের পুরোধা দেশে বিদেশে টিভি ও পত্রিকার প্রধান সম্পাদক জনাব নজরুল ইসলাম মিন্টো এবং টরোন্টোর বাংলাদেশী কম্যুনিটির আরেকজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এন,আর, বি টিভি ও সাপ্তাহিক বাংলা মেইলের সম্পাদক জনাব শহিদুল ইসলাম মিন্টু। এ পর্বটি পরিচালনা করেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কাশেম আহমেদ জয় ও ক্রীড়া সম্পাদক এজাজ চৌধুরী। উল্লেখ্য যে, টরোন্টোর বাংলাদেশী কমিউনিটিতে এটাই প্রথম বিলিয়ার্ড প্রতিযোগিতা। অনুষ্টানে আরও যাতে উপস্তিতে ছিলেন আজকাল প্রধান সম্পাদক আব্দুল গফ্ফার, বাংলা কাগজ এম আর জাহাংগির, সম্পাদক ভ্যের আলো আহাদ খন্দকার ও ঈইঘ নিউজ সম্পাদক মাহবুল হক ওসমানী । এরপর উপদেষ্টাম-লীর সভাপতি এবং জালালাবাদ এসোসিয়েশনের অফ টরোন্টোর প্রাক্তন প্রেসিডেন্ট এবং কমুনিটির সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব সাজ্জাদুর রহমান চৌধুরী (রেশাদ) আগত অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন। উপদেষ্টাম-লীর আরেক সদস্য টরোন্টোর জালালাবাদ তথা বাংলাদেশী কম্যুনিটির উজ্জ্বল ব্যক্তিত্ব বি,টি,ভি এবং ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের একসময়কার সিনিয়র ও প্রখ্যাত খবর পাঠিকা মিসেস আসমা আহমেদও অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্ত্যব্যে এসোসিয়েশনের প্রেসিডেন্ট দেবব্রত দে তমালের ভূয়সী প্রশংসা করেন এবং সেইসাথে কার্যকরী কমিটিতে আরো অধিক সংখ্যক মহিলা সদস্যের অন্তর্ভুক্তির উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন জালালাবাদএসোসিয়েশনের অফ টরোন্টোর পূর্ববর্তী কার্যকরী কমিটির ভাইস-প্রেসিডেন্ট ও কলাম লেখক সাকের মোস্তাফা চৌধূরী। সবশেষে মুখরোচক নৈশভোজ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সফল পরিসমাপ্তি হয়।
মন্তব্য করুন