জালালাবাদ পত্রিকার সেরা প্রতিনিধি নির্বাচিত হলেন বড়লেখার সাংবাদিক আব্দুর রব

March 8, 2025,

স্টাফ রিপোর্টার :  সিলেটের জনপ্রিয় পত্রিকা দৈনিক জালালাবাদ-এর বিভাগের মধ্যে সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের বড়লেখা প্রতিনিধি ও বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রব। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পত্রিকা কর্তৃপক্ষ তাঁকে সেরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে।

শুক্রবার ৭ই মার্চ বিকালে দৈনিক জালালাবাদ-এর প্রতিনিধি সম্মেলনে আব্দুর রবের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

সিলেট নগরীর বারুতখানা পয়েন্টস্থ ফুড প্যারাডাইস পার্টি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই দৈনিক জালালাবাদ পত্রিকার বড়লেখা প্রতিনিধি হিসেবে কাজ করছেন সিনিয়র সাংবাদিক আব্দুর রব। প্রায় প্রতিদিনই আব্দুর রবের পাঠানো বড়লেখার আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সংবাদ জালালাবাদ পত্রিকায় প্রকাশিত হচ্ছে। বিশেষ করে বড়লেখার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও অগ্রগতি নিয়ে তিনি ধারাবাহিকভাবে প্রতিবেদন করেছেন। এসব সংবাদ জালালাবাদে প্রকাশের পর সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর হয়েছে, টনক নড়েছে। অনেক সময় বিভিন্ন সমস্যা দূর হয়েছে। অনেক ক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতি হয়েছে। এতে বড়লেখা উপজেলায় জালালাবাদ পত্রিকার পাঠকপ্রিয়তা ও আস্থা বেড়েছে।

পেশাদার সাংবাদিক আব্দুর রব দীর্ঘদিন ধরে দৈনিক যুগান্তর পত্রিকার বড়লেখা প্রতিনিধি হিসাবেও সুনামের সঙ্গে কাজ করছেন। বর্তমানে তিনি বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতায় প্রবেশের আগে তিনি শিক্ষকতার মতো মহান পেশায় নিয়োজিত ছিলেন। তিনি দক্ষিণভাগ ইউনিয়নের ঐতিহ্যবাহী এনসিএম উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ প্রায় এক যুগ সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি এনসিএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে সিনিয়র সাংবাদিক আব্দুর রব জালালাবাদের বিভাগের সেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় বিভিন্ন ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com