জিয়াউর রহমানের বীর উত্তম উপাধি কেড়ে নেয়া চরম হাস্যকর-এম নাসের রহমান
স্টাফ রিপোর্টার॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান বলেছেন,জামুকা নামক একটি সংগঠনের বিতর্কিত ব্যক্তিরা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের বীর উত্তম উপাধি কেড়ে নিতে চায়, যা চরম হাস্যকর। জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর উত্তম খেতাব যথেষ্ট ছিলো না। আমাদের মহান মুক্তিযুদ্ধে তাঁর বিশেষ অবদানের জন্য বীর শ্রেষ্ট উপাধিতে উন্নিত করা উচিৎ। আজ থেকে দেশবাসী জিয়াউর রহমানকে বীর শ্রেষ্ট হিসেবে সম্মোধন করবে।
তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ১১জন সেক্টর কমান্ডারের মধ্যে একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেডফোর্সের কমান্ডার হিসেবে স্ব-শরীরে জীবনবাজী রেখে যুদ্ধের ময়দানে বীরত্বের সাথে অংশ নেন, অতএব, বীর উত্তম উপাধি উনার খেতাব যথেষ্ট নয়, ভবিষ্যতে জিয়াউর রহমানকে বীর শ্রেষ্ট উপাধিতে ভূষিত করবে জাতি।
রোববার ১৪ ফেব্রুয়ারি দুপুরে স্বাধীনতার ঘোষক, ১ম সেক্টর ও ফোর্সেস কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর বীর উত্তম খেতাব প্রত্যাহারের সরকারি হটকারি ও অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপি, সকল অঙ্গ ও সহযোগি সংগঠন এর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধান অথিতির বক্তব্য প্রদান কালে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান) এর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা বিএনপির সহসভাপতি বদরুল আলম, জেলা বিএনপির সিনিয়র সদস্য মোশাররফ হোসেন বাদশা, জেলা বিএনপির প্রথম যুগ্ন সম্পাদক ফখরুল ইসলাম, যুগ্ন সম্পাদক আব্দুর রকিব সাবু, যুগ্ন সম্পাদক অলিউর রহমান, যুগ্ন সম্পাদক মুহিতুর রহমান হেলাল, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক শামিম আহমদ, সহ-সম্পাদক আব্দুর রহিম রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, সাংগঠনিক সম্পাদক সফিউর রহমান, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জল, সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাশ চৌধুরী, সাধারণ সম্পাদ জিএম মুক্তাদির রাজু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, জাসাসের সভাপতি মারুফ আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান প্রমুখ।
এর আগে শহরের সমশেরনগর নগর সড়ক থেকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে সাইফুর রহমান সড়ক হয়ে কুসুমবাগ এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
মন্তব্য করুন