জীবন জীবিকার সন্ধিক্ষণে দেশের মানুষ
জীবন ও জীবিকার সন্ধিক্ষণে হাবুডুবু খাচ্ছে দেশের খেটে খাওয়া লক্ষ লক্ষ মানুষ। একদিকে মরণব্যাধি করোনা ভাইরাসের আতঙ্ক আর অন্যদিকে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহের দুঃশ্চিন্তা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আমাদের মাতৃভূমিকে লন্ডভন্ড করে দিচ্ছে। সরকার সাধ্যমতো প্রদক্ষেপ গ্রহন করলেও দিন দিন এ রোগ মহামারী আকার ধারণ করছে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার বর্তমানে হার্ড লাইনে রয়েছে, দেশব্যাপী গত ১ লা জুলাই হতে চলছে সার্ট ডাউন বা কড়া লক ডাউন। অতীতের সকল লক ডাউন এর চেয়ে এবারকার পরিস্থিতি একটু ভিন্ন। জন প্রশাসন ও পুলিশ প্রশাসন এর পাশাপাশি মাঠে নামানো হয়েছে বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনীকে।মানুষ ও আগের চেয়ে যথেষ্ট সচেতন হয়েছেন।একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে চাচ্ছেননা অনেকেই।
লক ডাউন ও করোনা ভাইরাসের মহা আতংঙ্কে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দেশের হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষ। নুন আনতে পান্তা ফুরায় এমন মানুষ গোলো জীবন ও জীবিকার সন্ধিক্ষণে দাড়িয়ে মানবেতর জীবনযাপন করছেন। একদিকে বাহিরে বের হলেই জেল জরিমানা ও করোনায় আক্রান্ত হওয়ার ভয় আর অন্যদিকে বাড়িতে বসে থাকলে পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে জীবনযাপনের দুঃশ্চিন্তায় অস্থির মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের লোকজন।সরকার কর্তৃক এই লক ডাউন এক সপ্তাহের জন্য বলা হলেও পরিস্থিতি পর্যবেক্ষণে মনে হচ্ছে বর্তমানে চলমান সার্ট ডাউন বা কড়া লক ডাউন আরও দীর্ঘম্যায়াদি হতে পারে। যদি তাই হয় তাহলে ঘরবন্ধি সাধারণ মানুষের জীবিকা নির্বাহের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় এনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা জরুরি বলে সচেতন মহল মনে করেন।
লেখক পরিচিতি-
সাধারণ সম্পাদক
কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি ও বার্তা প্রধান, কেবিসি নিউজ।
মন্তব্য করুন