জীবন দিয়ে হলেও বিএনপি রাজপথে থেকে সরকার হটানোর আন্দোলন করবে (ভিডিওসহ)
স্টাফ রিপোর্টার॥ নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার পুনপ্রতিষ্ঠা ও মানুষের ভোটের অধিকার-গনতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলন সংগ্রামে ‘জীবন দিয়ে হলেও বিএনপি রাজপথে থেকে দাবি আদায় করবে’।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। যদি তারা এক তরফা নির্বাচনের ব্যবস্থা করে তাহলে বিএনপির নেতা-কর্মীরা জীবন দিয়ে হলেও রাজপথে থেকে আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করবে। চুড়ান্ত দফার এ আন্দোলনে বিএনপি দেশের মানুষের ভোটের অধিকার ও গনতন্ত্র ফিরিয়ে আনবেই।
শুক্রবার ১ সেপ্টেম্বর বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এসব কথা বলেন।
শুক্রবার বিকেলে মৌলভীবাজার জেলা শহরের রুমেল কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন।
সভাপতির বক্তব্যে ফয়জুল করিম ময়ুন বলেন, এ সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। আর বেশি দিন টিকে থাকতে পারবে না।
ফ্যাসিষ্ট এ অবৈধ দখলদার সরকারের অধীনে কোন নির্বাচন আর হবে না, যা হবে সেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে।
দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনাতে প্রয়োজনে আমাদের নেতা-কর্মীরা জীবন দিতেও প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থেকে ভোট বিহীন অবৈধ এ সরকারের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরে যাবো না। হামলা-মামলা দিয়ে লাভ নেই। নেতাকর্মীরা রাজপথে আছে , আন্দোলন সফল না হওয়া পূর্ব পর্যন্ত থাকবে।
দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা বিএনপির সহ-সভাপতি আশিক মোশাররফ, সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাহ উর রহমান, জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রসিক।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ, জেলা কৃষক দলের আহবায়ক শামীম আহমেদ, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি নাসরিন পারভীন, জেলা স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক জি এম এ মুক্তাদির রাজু।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা যুবদলের আহবায়ক হাফেজ আহমদ মাহফুজ, জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব মো. কবির উদ্দিন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ মেম্বার।
জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামলী সূত্র ধর,সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমির মোহাম্মদ, পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান শিপন, সিনিয়র যুগ্ম আহবায়ক শিবলু আহমদ, জেলা যুবদলের প্রচার সম্পাদক রাফু আহমদ।
জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক শাফিয়ুল আহমদ জুসেফ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহজাহান মাহমুদ, জেলা ছাত্রদলের ১ম যুগ্ম সম্পাদক এম এ চৌধুরী শাহান, যুগ্ম সম্পাদক মুহিবুর রহমান সাজিব, পৌর ছাত্রদলের আহবায়ক ইহাম মোজাহিদ, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমদ প্রমুখ।
এসময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মো.হেলু মিয়া,সহ সভাপতি বদরুল আলম, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, এম সাইফুর রহমান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. ইদ্রিস আলী, সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গোবিন্দ মোহন পাল,সহ দপ্তর সম্পাদক এডভোকেট রুনু দত্ত, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মারুফ আহমেদ, জেলা ওলামাদলের সদস্য সচিব কাজী মাওলানা আব্দুর রহিম ও জেলা মৎস্য জীবি দলের আহবায়ক মো. মুছা মিয়াসহ বিএনপি, ছাত্রদল,যুবদল,কৃষকদল, শ্রমিকদল, মহিলা দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আলোচনা সভা শেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফয়সল আহমদ হেলালী।
মোনাজাতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
এছাড়াও দলের প্রতিষ্ঠাকালীন স্থায়ী কমিটির সদস্য সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
মন্তব্য করুন