জুড়ীতে অবাধে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন

April 17, 2025,

জুড়ী প্রতিনিধি : জুড়ী উপজেলার শিলুয়া খেয়াঘাট ব্রীজ থেকে ভরাডহর কয়লারঘাট ব্রীজের মধ্যবর্তী স্থান পর্যন্ত অবাধে বালু উত্তোলন বন্ধ এবং নদী ও এলাকার অস্থিত্ব রক্ষায় আগামী ইজারায় উক্ত স্থানগুলোর মৌজা বাতিল করার দাবীতে এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৭ এপ্রিল বিকেলে শিলুয়া খেয়াঘাট ব্রীজে এলাকাবাসী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনিপেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। মানববন্ধনে এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুস সালামের সভাপতিত্বে ও ছাত্রনেতা জুনেদ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় মুরব্বী তাহের আলী, নুরুল আমিন, মো: উসমান খান, মুখলিসুর রহমান, ইসহাক আলী, জুড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান, নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি মো: ফয়সল আহমেদ, ব্যবসায়ী আলিম উদ্দিন, ঠিকাদার গিয়াস উদ্দিন, শিক্ষক জামিল উদ্দিন, জুড়ী উপজেলা নাগরিক কমিটির সদস্য হাসানুজ্জামান সুয়েব সহ অনেকেই। মানববন্ধনে বক্তারা বলেন, শিলুয়া খেয়াঘাট ব্রীজ থেকে ভরাডহর কয়লারঘাট ব্রীজের মধ্যবর্তী স্থানে দীর্ঘদিন থেকে অবাধে বালু উত্তোলন করায় দীর্ঘ নদী ভাঙ্গন দেখা দিয়েছে। পাশাপাশি এলাকা বিলীন হওয়ার পথে রয়েছে। তাছাড়া ব্রীজ গুলো অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীসহ এলাকাবাসী আতঙ্কিত জীবনযাপন করছেন। এমতাবস্থায় এলাকার অস্থিত্ব রক্ষায় আগামী ইজারায় উক্ত স্থানগুলোর মৌজা বাতিল করার দাবীতে জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com