জুড়ীতে আমার দেশ পত্রিকার নাম ভাঙ্গিয়ে এক প্রতারকের চাঁদাবাজির অভিযোগ
হারিস মোহাম্মদ : জুড়ীতে সরকারি বিভিন্ন দপ্তরে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে দেশের বহুল জনপ্রিয় গণমাধ্যম দৈনিক আমার দেশ পত্রিকার নাম ভাঙ্গিয়া মোহাম্মদ আলী মিছির নামের এক প্রতারক দীর্ঘদিন থেকে চাঁদাবাজি করে আসছে বলে অভিযোগ উঠেছে। তার এসব চাঁদাবাজির বিরুদ্ধে শিক্ষক সহ বিভিন্ন পর্যায়ের মানুষ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন।
জানা যায়, জুড়ীর কিছু নামধারী সাংবাদিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে সংবাদ পরিবেশন ও আন্দোলনের তীব্র বিরোধিতা করেছিল। এই সাংবাদিকরা বর্তমানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসে চাঁদা দাবিসহ নানভাবে হয়রানি করে আসছে। বিষয়গুলো দৃষ্টিগোচর হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আওয়ামী লীগের ধোসর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থানকারী কথিত সাংবাদিক মোহাম্মদ আলী এবং তার সহযোগী কথিত সাংবাদিক, চাঁদাবাজিই যার পেশা, হত্যা মামলার আসামি জালালুর রহমান, সিলেটে শিক্ষার্থীদের ওপর হামলা মামলার আসামি ও জুড়ীতে হত্যা মামলার আসামি কথিত সাংবাদিক হুমায়ূন আহমেদ বাপ্পির বিরুদ্ধে সম্প্রতি জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পাশাপাশি এসব কথিত চাঁদাবাজ সাংবাদিকদের জুড়ী উপজেলা পরিষদে বয়কটের সদয় দৃষ্টি আকর্ষণ করেন ছাত্র সমন্বয়করা।
এ বিষয়ে আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী বলেন, দেশের বহুল জনপ্রিয় গণমাধ্যম দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিষ্ঠা লগ্ন থেকে হারিস মোহাম্মদ জুড়ী উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব¡ পালন করেছেন। বর্তমানেও তিনি আছেন। মোহাম্মদ আলী মিছির নামে আমাদের কোন প্রতিনিধি নেই। আমার দেশের নাম ভাঙ্গিয়ে যদি সে কোন চাঁদাবাদি করে তাহলে তাকে আপনারা বয়কট করুন।
এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ আলীর সাথে যোগাযোগ কর হলে তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেন। হত্যা মামলার আসামি হুমায়ুন রহমান এবং জালালুর রহমানের সাথে যোগাযোগ করা হলে হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত না তাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে বলে তারা দাবি করেন।
এ বিষয়ে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর বলেন, মোহাম্মদ আলীসহ কয়েকজনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
মন্তব্য করুন