জুড়ীতে ইসরাইলীদের বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
October 14, 2023,
হারিস মোহাম্মদ॥ মৌলভীবাজার জেলার জুড়ীতে ফিলিস্তিনী স্বাধীনতাকামী সংগঠন হামাসের সমর্থনে এবং দখলদার ইসরাইলীদের বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৩ অক্টোবর পবিত্র জুমা’র নামাজের পর উপজেলার এমএ মুমীত আসুক চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জুড়ী উপজেলা মুসলিম উম্মাহ’র আয়োজনে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে মাওলানা শামসুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা সায়েম উদ্দিন, মাওলানা বশির উদ্দিন, হাফিজ মইনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
মন্তব্য করুন