জুড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

November 6, 2024,

সাইফুল ইসলাম সুমন : মৌলভীবাজারের জুড়ীতে জুড়ী মেধাবৃত্তি ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার ৬ নভেম্বর উপজেলা অডিটোরিয়ামে পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।

জুড়ী মেধাবৃত্তি প্রকল্পের সভাপতি ও গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) এর চেয়ারম্যান অশোক রঞ্জন পালের সভাপতিত্বে এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন জুড়ী উপজেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা শিক্ষা অফিসার দিলীপময় দাশ চৌধুরী, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জুড়ী মেধাবৃত্তি প্রকল্পের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখা ও জুড়ী মেধাবৃত্তি প্রকল্পের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সদস্য ও আমার দেশ প্রতিনিধি হারিস মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম আহমেদ, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেতা কামরুল ইসলাম, কামিনীগঞ্জ  বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ইলিয়াসুর রহমান ময়না, বিশিষ্ট সমাজসেবক খুরশিদ আলম সহ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জুড়ী প্রি-ক্যাডেট একাডেমীর প্রধান শিক্ষক মুমিনুল ইসলাম, গীতা পাঠ করেন দক্ষিণ জাঙ্গীরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সুকান্ত সরকার। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জুড়ী মডেল একাডেমির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী তাহসিন জামান।

অনুষ্ঠানে জুড়ী মেধাবৃত্তি পরীক্ষার পঞ্চম শ্রেণীর ২৪ জন ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর ৫৯ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও  পুরস্কার তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com