জুড়ীতে তিনশত বন্যার্ত পরিবারের মাঝে গ্রাউকের খাদ্য সামগ্রী বিতরণ
সাইফুল ইসলাম সুমন : জুড়ীতে গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) এনজিও সংস্থার পক্ষ থেকে তিনশত বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
সম্প্রতি উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা ও আশ্রয় কেন্দ্র সহ বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর।
এসময় উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অশোক রঞ্জন পাল, জুড়ী থানার ওসি মো: মেহেদী হাসান, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খোকন রুদ্র পাল, জুড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, দৈনিক কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আফজাল হোসাইন, লুৎফুর রহমান, আমানুল ইসলাম, আজহারুল ইসলাম, গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউকের সমন্বয়কারী প্রণয় রঞ্জন বিশ্বাস, রিজিওনাল ম্যানেজার অতুল কুমার পাল, সুমন্ত কুমার বিশ্বাস প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর বলেন, সরকারের পাশাপাশি আমাদের প্রত্যেকেরই দায়িত্ব বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসা। আজ গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউকের পক্ষথেকে ৩শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে এটা খুব ভালো উদ্যোগ। গ্রাউকের মত আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের জন্য চেষ্টা করা। তাদের জন্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী, খাদ্য, বস্ত্র, ওষুধ, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি সরবরাহ করা। আশ্রয়কেন্দ্রগুলোতে তারা যেন পরিবার নিয়ে নিরাপদে থাকতে পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। যতদিন এই সমস্যা থাকবে আমরা সব সময় বন্যাদুর্গতদের পাশে থাকবো। তাই আসুন, আমরা প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াই।
মন্তব্য করুন