জুড়ীতে ছাগল পালন ও শাকসবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
আব্দুর রব : জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা পুঞ্জিতে আন্তর্জাতিক সংস্থা ‘কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র অর্থায়নে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে ছাগল পালন এবং শাকসবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সোমবার অনুষ্ঠিত হয়েছে।
অফিস প্রাঙ্গণে আয়বৃদ্ধিমূলক কর্মসূচীর (আইজিএ) আওতায় ১৪ জন উপকারভোগী পরিবারের মাঝে ছাগল পালন প্রশিক্ষণ দেওয়া হয়। প্রকল্পের চেয়ারম্যান সুউইং আমলেনরংয়ের সভাপতিত্বে ও সমাজকর্মী মাইকেল নংরুমের সঞ্চালনায় ছাগল পালন বিষয়ে আলোচনা করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রিপন চন্দ্র সেন। প্রশিক্ষণ শেষে উপকারভোগীদের মধ্যে ১টি করে ছাগল বিতরণ করা হয়।
অপরদিকে এদিন শাকসবজি চাষ বিষয়ে পরামর্শ ও আলোচনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আজিজুল ইসলাম খান। পরে ৪৫ জন উপকারভোগী পরিবারের মাঝে ৪ প্যাকেট করে উন্নতমানের শাকসবজির বীজ এবং শাকসবজি চাষের উপকরণ কোদাল, নিড়ানি, জাল, পানি সেঁচের ঝরনা বিতরণ করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক ডিকো সুরং, হিসাবরক্ষক রাজেন রূপসী, শিশু উন্নয়ন কর্মী আবিদা নংরুম, তারিয়াং খংবঃ প্রমূখ।
মন্তব্য করুন