জুড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন
সাইফুল ইসলাম সুমন : “দক্ষ যুব গড়বে দেশ- বৈষম্যহীন বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জুড়ীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার ১ নভেম্বর সকালে জুড়ী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা, সনদপত্র বিতরণ ও ভাতা বিতরণ করা হয়।
র্যালি শেষে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত যুব দিবসের আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্র ধর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান খান, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী, উপজেলা সমবায় কর্মকর্তা নিখাত সুলতানা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আফজাল হোসেন, উদ্যোক্তা আছমা আক্তার, জুড়ী উপজেলা যুব ফোরামের আহবায়ক সেলিনা আক্তার, যুবনেতা জমির হাসান, আলমগীর হোসেন, উমর ফারুক, ইমন আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নিবার্হী অফিসার বাবলু সূত্র ধর বলেন, যুব সমাজকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুবসমাজকে বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আলোচনা সভা শেষে উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আলমগীর হোসেন। পরে বিভিন্ন প্রশিক্ষণের সনদপত্র ও ভাতা বিতরণ করা হয়।
মন্তব্য করুন