জুড়ীতে পাওনা টাকা চাওয়ায় শিশুর উপর নির্যাতন
হারিস মোহাম্মদ॥ জুড়ীতে পাওনা টাকা চাইতে গিয়ে মনির হোসেন নামে ৮ বছরের এক শিশু নির্যাতনের শিকার হয়েছে। ঘটনাটি শুক্রবার ২২ সেপ্টেম্বর সকালে জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর গ্রামে ঘটেছে।
নির্যাতিত শিশুর পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী জোছনা বেগম সেলাইয়ের কাজ করতেন। পার্শ্ববর্তী বাড়ির মকবুল হোসেনের স্ত্রী সেলিনা বেগম বাকিতে জোছনা বেগমের কাছ থেকে কাপড় সেলাই করে নেয়।
ঘটনার দিন ও সময় জোছনা বেগম পুত্র মনির হোসেনকে শেলিনা বেগমের কাছ থেকে পাওনা টাকা আনতে পাঠান। মনির মায়ের কথা মতো টাকা আনতে যায়।
মনির পাওনা টাকা চাইলে সেলিনা বেগম, পুত্র আলাল (২০), মুন্না (১৯) মিলে তার উপর নির্যাতন চালায়। তারা তাকে লাথি কিল-ঘুষি মেরে এবং পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
এসময় শিশু মনিরের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।
এ ঘটনায় মনির হোসেনের পিতা জসিম উদ্দিন হামলাকারীদের বিরুদ্ধে জুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে তদন্তকারী কর্মকর্তা সহকারি উপপরিদর্শক (এএসআই) সফিক বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন