জুড়ীতে ফু-দিয়ে বরকত বাড়ানোর কথা বলে প্রবাসীর স্ত্রীর টাকা নিয়ে উধাও প্রতারক চক্র (ভিডিওসহ)
হারিস মোহাম্মদ॥ জুড়ীতে ফু-দিয়ে বরকত বাড়ানোর কথা বলে এক গৃহবধূর টাকা নিয়ে উধাও প্রতারক চক্র। মঙ্গলবার ৩ অক্টোবর দুপুরে উপজেলার কামিনীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের কালিনগর গ্রামের দুবাই প্রবাসী আব্দুল মতিনের স্ত্রী শাহিদা বেগম (৪৫) মেয়েকে এইচএসসিতে ভর্তি করানোর জন্য পূবালী থেকে ৩১ হাজার টাকা উত্তোলন করেন।
এ সময় প্রতারক চক্র ফু-দিয়ে বরকত বাড়ানোর কথা বলে ওই গৃহবধূর ৩১ হাজার টাকা প্রতারকের হাতে দিতে বলে। প্রতারকদের কথা শুনে সরল বিশ্বাসে ওই গৃহবধূ টাকাগুলো তার হাতে তুলে দেন।
ওই টাকা থেকে ১০০০ টাকা ফু-দিয়ে আলাদা রাখতে বলে ওই চক্রের সদস্য। এ সময় কৌশলে ওই গৃহবধুর ত্রিশ হাজার টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়।
পরে বিষয়টি বুঝতে পেরে ওই গৃহবধূ হাউমাউ করে কাঁদতে শুরু করেন। বিষয়টি দেখে আশপাশের ব্যবসায়ী ও সাংবাদিকরা এগিয়ে যান।
এর আগে সোমবার ২৫ সেপ্টেম্বর বড়লেখা উপজেলায় একই কায়দায় সুজানগর ইউনিয়নের বড়থল গ্রামের কাতার প্রবাসী ছুয়াব আলীর স্ত্রী ছাবিয়া বেগমের কাছ থেকে কৌশলে ৭৩ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। প্রতারক চক্রের এমন ঘটনায় জেলা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করে নি। অভিযোগ পেলে সিসিটিভির ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
ফু দিয়ে বরকত বাড়ানোর কথা বলে প্রবাসীর স্ত্রীর টাকা নিয়ে উধাও প্রতারক চক্র
মন্তব্য করুন