জুড়ীতে বীর মুক্তিযোদ্ধা অবিন্দ্র দাসের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

February 20, 2025,

জুড়ী প্রতিনিধি : জুড়ীতে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের বীরমুক্তিযোদ্ধা অবিন্দ্র দাস আর নেই। বৃহস্পতিবার ভোর ৬টায় সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

মৃত্যুকালে তিনি একমাত্র মেয়ে অর্চণা রানী দাস ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীরমুক্তিযোদ্ধা মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের বাসিন্দা। ওই দিন বেলা ২টায় নিজ বাড়ীতে রাষ্ট্রীয় সম্মানের মাধ্যমে তাদের পারিবারিক শ্মশানে  বীরমুক্তিযোদ্ধার শেষকৃত্য সম্মন্ন হয়।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবুল সূত্রধর জাতীয় পতাকায় মুক্তিযোদ্ধা অবিন্দ্র দাসের মরদেহ ঢেকে দেন এবং উপজেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। জুড়ী থানার অফিসার ইনচার্জ, মো. মুরশেদুল আলম ভূঁইয়ার নেতৃত্বে পুলিশ বাহিনী রাষ্ট্রীয় সম্মান প্রদান করে।

এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র  চন্দ মন্টু, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সুকুমার শীল, আব্দুল হামিদ, জিতেন্দ্র দাস, সাংবাদিক আল আমিন আহমদ, ইউ,পি সদস্য জসিম উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূকেন্দ্র দাস, রসেন্দ্র দাস, দিলিপ দাস, বিজয় ভূষন দাস, ঝলক দাস ও আত্মীয়-স্বজনসহ উপজেলার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com