জুড়ীতে ভূমি ও গৃহহীন আরও ৭৫ পরিবার পাচ্ছে নতুন ঠিকানা
হারিস মোহাম্মদ॥ ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে জুড়ীতে আগামী ৯ আগস্ট ২য় ধাপের ৪র্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ ভূমিহীন ও গৃহহীন ৭৫টি পরিবার পাচ্ছেন নতুন ঠিকানা।
‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগান সামনে রেখে সোমবার ৭ আগস্ট) বিকাল ৪ টায় জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এক প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন।
প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
প্রেস ব্রিফিং কালে জুড়ী প্রেসক্লাবের সভাপতি ও এনটিভি প্রতিনিধি তানজির আহমেদ রাসেল, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আনন্দবাজার প্রতিনিধি জহিরুল ইসলাম, দৈনিক কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী, দৈনিক বাংলা প্রতিনিধি দেলোওয়ার হোসেন, সাংবাদিক মোহাম্মদ আলী, জালালুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন