জুড়ীতে মাদক টাস্কফোর্সের অভিযানে ৩ জন আটক
জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী টাস্কফোর্সের পক্ষ থেকে অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে।
বুধবার ১২ জুলাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযানের সময় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কন্টিনালা এলাকা থেকে বেলাগাঁও গ্রামের সামাদ মিয়ার ছেলে ফারুক আহমেদ (২৮) কে ২ পিস ইয়াবাসহ আটক করে।
পরে তাকে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জন চন্দ্র দে ৭ দিনের সাজা ও ২০০ টাকা জরিমানা করেন।
এছাড়া কামিনীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মনতৈল গ্রামের আব্দুস সালামের ছেলে রুহুল আমিন অরফে আকরাম হোসেন (৩৮) ও রত্না চা বাগানের মনোরঞ্জনের ছেলে গৌতম সূর্যবংশী অরফে দিবা (২৭) কে ৩০০ গ্রাম গাঁজা, ৮ পিস ইয়াবা ও ১ টি কলকীসহ আটক করা হয়।
তাদের বিরুদ্ধে জুড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন