জুড়ীতে শান্তিপূর্ণ ভাবে এইচএসসি পরীক্ষা শুরু

August 17, 2023,

হারিস মোহাম্মদ॥ জুড়ীতে শান্তিপূর্ণ ভাবে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার ১৭ আগস্ট সকালে তৈয়বুননেছা খানম সরকারি কলেজ কেন্দ্রে যথাসময়ে পরীক্ষা শুরু হয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন প্রমুখ।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন জানান, সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় জুড়ী উপজেলার ৪ টি কলেজ থেকে মোট ১৩৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

এর মধ্যে ছাত্র ৫৫৩ জন ও ছাত্রী ৮০৪ জন। এরমধ্যে তৈয়বুননেছা খানম সরকারি কলেজ থেকে ৮৫৫ জন, হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজ থেকে ২১০ জন, ফুলতলা শাহ্ নিমাত্রা কলেজ থেকে ১৯৮ জন এবং শিলুয়া স্কুল এন্ড কলেজ থেকে ৯৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে।

জুড়ী পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তৈয়বুননেছা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ বলেন, প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে বলেন, এইচএসসি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যদিয়ে এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে শুরু হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com