জুড়ীতে সংবাদ সম্মেলনে আরমানের খুনিদের ফাঁসির দাবি

June 30, 2024,

হারিস মোহাম্মদ॥ জুড়ী উপজেলায় আরমান (২২)’কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং খুনিদের ফাঁসির  দাবিতে পরিবারের পক্ষ থেকে রোববার ৩০ জুন সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত আরমানের মা রহিমা আক্তার। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত শনিবার ২২ জুন গভীর রাতে উপজেলার গরেরগাঁও গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে ইয়াজ মিয়া ও তার ছেলে তানভীর এবং তুহিন, মৃত চেরাগ মিয়ার ছেলে তাজ মিয়াসহ একদল সন্ত্রাসিচক্র আমার ছেলে আরমানকে রাতের আধারে ঘর থেকে ডেকে নিয়ে নির্মম ভাবে হত্যা করেছে। এসময় আমার ভগ্নিপতি রফিক মিয়াকে শরীরের বিভিন্ন স্থানে ছুরি মেরে গুরুতর আহত করে। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হত্যাকান্ডের পর থেকে কতিপয় সাংবাদিক খুনিদের কাছ থেকে মোটা অংকের টাকা খেয়ে তাদের বাঁচাতে হত্যার ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে। সাংবাদিক নামদারি এক ব্যাক্তি তার নাম পরিচয় না দিয়ে মুঠোফোন ০১৭১৫৬৬৫৩৭৬ থেকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি ওই নাম্বার থেকে প্রবাসে অবস্থানরত আমার স্বামীকেও হুমকি দিচ্ছে। খুনিদের আত্মীয় স্বজনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। বিষয়টি আমরা জুড়ী থানাকে অবহিত করেছি। দ্রুত সময়ের মধ্যে চার আসামিকে গ্রেফতার করায় জুড়ী থানার ওসি সাহেব’কে ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাইয়েরা আপনারা সত্য ঘটনা পত্রিকায় তুলে ধরায় আপনাদের প্রতি আমি ও আমার পরিবার কৃতজ্ঞ। আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করনে আইনশৃঙ্খলা বাহিনী ও আপনার সহযোগিতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com