জুড়ীতে স্থানীয় দুর্যাগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে পরিকল্পনা কর্মশালা

March 5, 2024,

জুড়ী প্রতিনিধি॥ মাছ চাষ এবং কৃষি সংশ্লিষ্ট কাজে সংঘটিত ও সম্ভাব্য ঝুঁকিসমূহের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রশমনের লক্ষে মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নে “কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় স্থানীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

জুড়ী উপজেলার রিসোর্স সেন্টারে সোমবার ৪ মার্চ থেকে দুদিন ব্যাপী এ কর্মশালা শুরু হয়। কর্মশালার প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো: শাহনেওয়াজ সিরাজী।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মনিরুজ্জামানের তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ন্যাশনাল ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ট্রেনিং এক্সপার্ট কিংকর চন্দ্র সাহা, ন্যাশনাল মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন স্পেশালিষ্ট হেনা বাড়ৈ, ন্যাশনাল কমিউনিটি ম্যানেজম্যান্ট স্পেশালিষ্ট জিয়াউল হক, ফিল্ড কো-অর্ডিনেটর ড: শফি উল্লাহ্ প্রমুখ।

কর্মশালায় জুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রকল্প সংশ্লিষ্ট ৩০ জন সিবিও প্রতিনিধি (১৪ জন পুরুষ ও ১৬ জন নারী) অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com