জুড়ীতে ১৯ বছর পর সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন
জুড়ী প্রতিনিধি॥ আগামী ১৬ সেপ্টেম্বর দীর্ঘ ১৯ বছর পর জুড়ী উপজেলা অটো, টেম্পু, বেবী, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- চট্ট-২৩৫৯)-এর নির্বাচন গঠনের অনুষ্ঠিত হবে।
শনিবার ১৯ আগস্ট নির্বাচন উপ-পরিষদ বহু কাঙ্খিত এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিলে সভাপতি ১, সহ-সভাপতি ২, সম্পাদক ১, সহ-সম্পাদক ২, সাংগঠনিক সম্পাদক ১, সহ-সাংগঠনিক সম্পাদক ১, অর্থ সম্পাদক ১, দপ্তর সম্পাদক ১, প্রচার সম্পাদক ১, লাইন সম্পাদক ১ ও ৩টি কার্যকরী সদস্য পদসহ মোট ১৫ পদে মনোনয়ন আহবান করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী অফেরৎযোগ্য তিনশ টাকা মূল্যে ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ৩ সেপ্টেম্বর জমা, ৪ সেপ্টেম্বর বাছাই, ৫ সেপ্টেম্বর প্রত্যাহার ও প্রতীক বরাদ্ধ ৬ সেপ্টেম্বর।
স্থানীয় নির্বাচন কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টায় থেকে বিকাল ৪ টায় পর্যন্ত এ কার্যক্রম চলবে। ১৬ সেপ্টেম্বর সকাল ৮ টায় থেকে বিকাল ৪ টায় পর্যন্ত স্থানীয় মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ করা হবে।
শ্রমিকরা জানান- দীর্ঘ ১৯ বছর পর সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় উপজেলা জুড়ে শ্রমিকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
প্রতিষ্ঠাকালীণ সভাপতি মতিউর রহমান চুনু দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে রেখে ছিলেন। ১৪/১৫ বছরের কোনো হিসাব না দিয়ে সংগঠনের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছিলেন বলে শ্রমিকদের অভিযোগের অন্ত নেই।
এ নিয়ে বেশ কয়েকবার হামলা-পাল্টা হামলা, মামলা-পাল্টা মামলার ঘটনা ঘটে। এরকম অস্থিতিশীল পরিস্থিতিতে যাবতীয় হিসাব পেশ করার জন্য মতিউর রহমান চুনুকে এক সপ্তাহের সময়ে নোটিশ করে সংগঠনের জেলা শাখা। এরপরেও তিনি হিসাব না দেয়ায় জেলা শাখা কর্তৃক অডিট কমিটি করে দেয়া হয়।
অডিট কমিটির প্রতিবেদন অনুযায়ী সংগঠনের জুড়ী শাখার প্রায় ১০ লক্ষ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ায় মতিউর রহমান চুনু’র পদবী (সভাপতি, জুড়ী উপজেলা শাখা) ও সদস্য পদ বাতিল করা হয় এবং বিভাগীয় শ্রম আদালতে মামলা করার কথা বলা হয়।
গত বছরের ১৫ জুলাই সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো: পাবেল মিয়া ও সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম স্বাক্ষরিত এক বহিস্কারাদেশ পত্রে এ বিষয় উল্লেখ করা হয়।
চুনুও তাদের উপর মামলা করেছিলেন। তবে সম্প্রতি সেই বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে মতিউর রহমান চুনু জানিয়েছেন।
এরই মধ্যে নির্বাচন আয়োজনের জন্য স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে পরপর দুইটি কমিটি করে দিলেও অভ্যন্তরীণ দ্বন্ধ-সংঘাত ও মামলার কারণে কমিটি গুলো নির্বাচন আয়োজন করতে পারে নি।
অবশেষে গত ২২ জুলাই জুড়ীর শ্রমিক ইউনিয়ন ১২২৩ ও ২৪০৩ এর নেতৃবৃন্দের সাথে সিএনজি শ্রমিকদের সমন্বয়ে একটি নির্বাচন উপ-পরিষদ গঠন করে সংগঠনের জেলা শাখা।
নির্বাচন উপ-পরিষদ-এর সদস্য হলেন- বাস, মিনিবাস, কার, লাইটেস শ্রমিক ইউনিয়ন জুড়ী শাখার সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক দুদুল মিয়া, ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন জুড়ী শাখার সভাপতি তজমুল আলী তজই, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, তাজুল ইসলাম হেকিম, আব্দুস শহিদ, কামরুল ইসলাম, তাজ উদ্দিন, মফিজ মিয়া, আমির মিয়া, টুনু মিয়া, আমান উদ্দিন, নুমান মিয়া, জামাল মিয়া ও বকুল মিয়া।
এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার জেলা অটো, টেম্পু, বেবী, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- চট্ট-২৩৫৯)-এর অর্ন্তভুক্ত জুড়ী উপজেলা শাখার সাবেক সভাপতি ফয়জুল ইসলাম ছোট কালা, সাবেক সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, শ্রমিক নেতা আব্দুস সহিদ প্রমুখ বলেন- দীর্ঘ ১৯ বছরে জুড়ীতে প্রথম নির্বাচন হচ্ছে এটা আমাদের বড় পাওয়া।
শ্রমিকরা আনন্দিত। নির্বাচন বানচালের নানা ফন্দি করা হচ্ছে। ভোটাররা সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে নির্বাচন সফল করবে এবং তাদের পছন্দের প্রার্থীকে আনন্দচিত্তে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের নেতা বানাবে।
মন্তব্য করুন