জুড়ীর দরিদ্র কৃষক আব্দুল মন্নানের ছেলে শাহিনের জাপানে গ্র্যাজুয়েশন লাভ
হারিস মোহাম্মদ॥ শাহিন আহমেদ তুহীন নামে দরিদ্র পরবারের এক সন্তান জাপানের কানতো গাক্কুইন বিশ্ববিদ্যালয় থেকে চলতি বছরের ১ জানুয়ারি বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছে।
শাহিন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৫নং জায়ফরনগর ইউনিয়নের হাকালুকি হাওর পারের বেলা গাঁও গ্রামের দরিদ্র কৃষক আব্দুল মন্নানের কনিষ্ঠ ছেলে।
২০১০ সালে পুর্ব বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএস সি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। ২০১৩ সালে জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে জেএসসিতে জিপিএ-৪ পেয়ে উত্তীর্ণ হন।
২০১৬ সালে কুমিল্লা সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গোল্ডেন জিপিএ-৫ , ২০২০ সালে কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ -৩.৭৫ পেয়ে উত্তীর্ণ হয়ে ২০২১ সালে ঢাকার উত্তরা থেকে জাপানি ভাষার উপর কোর্স শেষ করেন এবং ২০২২ সালে উচ্চতর ডিগ্রি লাভের উদ্দেশ্য জাপানে পারি জমান।
জাপানের কানতো গাক্কুইন বিশ্ববিদ্যালয় থেকে ২০২৪ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেন।এমএসসি শেষ করেই জাপানের টোকিও বিশ্ব বিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি শেষ করবেন ।
তাঁর একের পর এক সফলতা অর্জন করায় সাবেক জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনিসহ অনেকেই আব্দুল মন্নানের বাড়িতে শুভেচ্ছা জানাত ছুটে যান। শুভাকাঙ্ক্ষী গ্রামের মানুষসহ পরিবারের মাঝে বইছে আনন্দের বন্যা ।
মন্তব্য করুন