(ভিডিওসহ) জুড়ী উপজেলা পরিষদ নির্বাচন, চেয়ারম্যান কিশোর, ভাইস চেয়ারম্যান জুয়েল, নারী ভাইস চেয়ারম্যান শিল্পী বিজয়ী
হারিস মোহাম্মদ॥ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কিশোর রায় চৌধুরী মনি।
জেলা রিটার্নিং অফিসারের স্বাক্ষরিত পত্র ও প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী, ৪৪ টি কেন্দ্রে কাপ -পিরিচ প্রতীকে কিশোর রায় চৌধুরী মনি পেয়েছেন ১৯ হাজার ৯ শত ১৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে বর্তমান উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক পেয়েছেন ১৫ হাজার ১শত ৮৮ ভোট। এছাড়া দোয়াত কলম প্রতীকে আমেরিকা প্রবাসী কবির উদ্দিন পেয়েছেন ১২ হাজার ৩ শত ৬৩ ভোট।
বুধবার ৮ মে সকাল ৮ টা থেকে ৪৪ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। উপজেলা নির্বাচন অফিসের দেয়া তথ্য মতে, উপজেলায় ৩৯ শতাংশ ভোট পড়েছে।
ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে মোঃ জুয়েল আহমেদ ২১ হাজার ৩শত ২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টিয়া পাখি প্রতীকে মোঃ আব্দুস শহীদ পেয়েছেন ১৩ হাজার ২শত ৭৯ ভোট।
ফুটবল প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী বেগম ২৯ হাজার ৫শত ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রজাপতি প্রতীকে রঞ্জিতা শর্মা পেয়েছেন ১৯ হাজার ৭শত ৭৯ ভোট।
মন্তব্য করুন