জুড়ী এলাকায় বিএসএফ দুই বাংলাদেশীকে মারধর করে গুরুত্বর আহত করে গভীর রাতে সীমান্তে ছেড়ে দেয়

July 24, 2023,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশী দুই নাগরিককে বিএসএফ আটক করে তাদেরকে মারধর করে গুরুত্বর আহত করে মৌলভীবাজারের লাঠিটিলা সীমান্তে এনে তাদের ছেড়ে দেয়।

বিজিবি সূত্রে জানা যায়, ২৪ জুলাই আনুমানিক ১১ ঘটিকায় জুড়ী উপজেলার লাঠিটিলা বিওপিতে প্রথমে স্থানীয়রা খবর দেয়, দক্ষিণ কচুরঘোল নামক স্থানে বাংলাদেশী একজন নাগরিক ভারত হতে আহত অবস্থায় বাংলাদেশে প্রবেশ করে।

উক্ত সংবাদের ভিত্তিতে লাঠিটিলা বিওপি’র একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের হাতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তার নাম জানায় জাহাঙ্গীর আলী (২৪)। সে ও হৃদয় (২৩) নামের আরও একজন ২২ জুলাই খাগড়াছড়ি জেলার রামগড় এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ভারতের আগরতলা বিএসএফ তাদেরকে আটক করে এবং মারধর করে আহত করে।

পরে তাদেরকে ২৪ জুলাই গভীর রাতে সীমান্ত পিলার ১৮০১/এমপি এর নিকটবর্তী এলাকা দিয়ে ১৩৯ বিএসএফ ব্যাটালিয়নের তারেকপুর বিএসএফ ক্যাম্পের টহলদল তারকাটার গেইট খুলে দিয়ে নালাপুঞ্জি নামক স্থান দিয়ে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়।

জাহাঙ্গীর আলী, পিতা-আনসের আলী, গ্রাম-আটঘড়িয়া পাড়া, থানা-বুরঙ্গমারী, জেলা-কুড়িগ্রাম সীমান্ত পিলার ১৮০১/এম এর নিকটবর্তী তালনদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে।

তার সহযোগী বন্ধু হৃদয় (২৩) নামের ব্যক্তি নদী হতে উঠতে পারেনি বলে ঘটনার বিবরণ টহলদলকে প্রদান করেন। পরবর্তীতে লাঠিটিলা কোম্পানী কমান্ডার হৃদয় (২৩) কে আহত অবস্থায় তালনদী হতে উদ্ধার করে।

এ বিষয়ে বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহিব্বুল ইসলাম খাঁন বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা দেওয়ার পর তাদের পুলিশের  কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com