জুড়ীতে অগ্নিকান্ডে ৩০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি, পবিত্র গ্রন্থ কোরআন অক্ষত অবস্থায় উদ্ধার

March 8, 2022,

আল আমিন আহমদ॥ জুড়ীতে অগ্নিকান্ডে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানসহ একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ৮ মার্চ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ঘটিকায় উপজেলার জুড়ী-ফুলতলা সড়কের পশ্চিম ভবানীপুর গ্রামে ফাতেমা বেগমের বাসায় ঘটে। শুরুতে স্থানীয়দের প্রচেষ্টা ও পরে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নেভায়। আগুনে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় আগুন দেখতে পেয়ে প্রতিবেশী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। তারা দুই মহিলা ও ৩ শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রন আসায় পাশর্^বর্তী ভবন গুলো সুরক্ষা পায়। পয়ত্রিশ মিনিট পর কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ঘন্টাখানেক প্রচেষ্টায় অবশিষ্ট আগুন নেভায়।
এ সময় ফায়ারকর্মীরা নগদ সাড়ে ৯ হাজার টাকা ও পুড়ে যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করে মালিকপক্ষের হাতে তুলে দেয়। আগুনে ধ্বংস স্তূপ থেকে একটি পবিত্র কোরআন শরীফ উদ্ধার করেন। সরেজমিনে দেখা যায়, পবিত্র গ্রন্থটির চার দিকে পুড়ে গেলেও লেখাগুলো অক্ষত অবস্থায় রয়েছে। কোরআন শরীফটি স্থানীয় মসজিদে নিয়ে রাখা হলে এক নজর দেখার জন্য অসংখ্য মানুষ সেখানে ভীড় করছেন। প্রত্যক্ষদর্শী আশরাফুল আমিন ইমন, ওয়েছ আহমদ, হাফিজ শামছুল ইসলাম, মিসবাউল হক, আমির উদ্দিন, আর কে শিবলু, আব্দুল আজিজ রুহেদ প্রমুখ বলেন- যেহেতু আল্লাহ বলেছেন কোরআনের হেফাজতকারী আল্লাহ নিজে। এটি তার একটি উদাহরণ।
গৃহকর্ত্রী ফাতেমা বেগম বাসায় না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানান- ধারণা করা হচ্ছে বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে পুরো ঘর, আসবাবপত্র সবকিছু পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ সব মিলিয়ে ৩০ লক্ষাধিক টাকা হতে পারে।
কুলাউড়া ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সোলায়মান আহমদ জানান- কুলাউড়া ও জুড়ী শহরে প্রবেশ মুখে যানজটে আটকা পড়ায় আসতে কিছুটা দেরি হয়। তিনি বলেন- প্রাথমিক ভাবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। তবে, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তা বেরিয়ে আসবে।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাছুম রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com