জুড়ীতে অনুষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় সভা

September 7, 2021,

আল আমিন আহমদ॥ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা ও প্রাক প্রাথমিক শিক্ষকরা যথেষ্ট কাজ করেছে।তাদের কাজের প্রশংসা না করে পারছি না। মসজিদভিত্তিক গণ শিক্ষার কার্যক্রম শুধু পাঠদান নয়।সামাজিক ও ধর্মীয় অনেক কাজ মাঠ পর্যায়ে আপনারা প্রতিষ্টা করতে হবে।শিশুদেরকে আপনাদের নিজের সন্তান মনে করে কাজ করবেন।দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের অপুরণীয় ক্ষতি পুরণ করতে কেন্দ্র খোলার পরে চলতি বছরের কার্যক্রম আন্তরিকভাবে করতে হবে।আমি কৃষি বিভাগ থেকে এখানে এসেছি।
আপনাদের প্রতি আরেকটি অনুরোধ, আপনারা কেউ বাড়ীতে খালি জায়গা ফেলে রাখবেন না।একটি পেঁপে াছের চারা রোপন করবেন।হাঁস মুরগী পালন করবেন। দেশ ও জাতী উন্নত হবে। কথাগুলো বলছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আনোয়ারুল কাদির। ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১২ টায় উপজেলা জনমিলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন, ফিল্ড সুপারভাইজার মাঃ হাবিবুর রহমান এঁর সভাপতিত্বে ও মডেল কেয়ারটেকার মাঃ মোঃ তাজ উদ্দিন এর উপস্থাপনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইফার উপ পরিচালক কৃষিবিদ আনোয়ারুল কাদির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক, ইসলামিক ফাউন্ডেশন, মৌলভীবাজার জেলার ফিল্ড অফিসার ইয়াহহিয়া আহমদ চৌধুরী,জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখরুল ইসলাম সহ অত্র উপজেলায় কর্মরত শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com