জুড়ীতে অবৈধ কারেন্ট জাল উদ্ধার : জরিমানা আদায়

May 1, 2023,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ২৮৮ পাউন্ড অবৈধ কারেন্ট জাল এবং ১০০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।

সোমবার ১ মে দুপুরে এ অভিযানে উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে’র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর আওতায় উপজেলার কামিনীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ২৮৮ পাউন্ড অবৈধ কারেন্ট জাল এবং ১০০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।

কারেন্ট জালের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। এছাড়া অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে এক ব্যাবসায়ীকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

অভিযানে জেলা মৎস্য অফিসার মুহম্মদ মিজানুর রহমান, উপজেলা মৎস্য অফিসার মোঃ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। অভিযানে জুড়ী থানা পুলিশের একটি দল সহায়তা করেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে সাংবাদিকদের বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী কামিনীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দের পাশাপাশি জরিমানা আদায় করা হয়েছে। হাকালুকি হাওরে মৎস্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com