জুড়ীতে আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ১৯ জুয়াড়ী আটক
জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ১৯ জুয়াড়ী আটক করেছে ডিবি পুলিশ। এসময় ২ জুয়াড়ীসহ কয়েকজন পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ৬ ডিসেম্বর রাতে জায়ফরনগর ইউনিয়নের ঘরেরগাঁও গ্রামের বাসিন্দা ভোগতেরা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বারের বাড়ীতে।
ডিবি পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, জুড়ী থানা কমপ্লেক্স অর্ধ কিলো মিটারের মধ্যে দীর্ঘদিন থেকে জুয়ার আসরটি চলছিল। এখানে মৌলভীবাজার জেলার বিভিন্ন অঞ্চলের জুয়াড়িদের আনাগোনা ছিল। এ আসরে চুরি, ডাকাতি সাথে জড়িত সন্ত্রাসীরাও অবস্থান করতেন। এ জুয়ার আসরটি আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম নিয়ন্ত্র করতেন।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল হানা দিয়ে ১৯ জুয়াড়িকে আটক করে। এ সময় কৌশলে আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার ও তার বাতিজা যুবলীগ নেতা সাইফুল ইসলাম পালিয়ে যায়। ডিবি পুলিশ ১৯ আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- উত্তর বাছিরপুর গ্রামের মৃত মছব্বির আলী ছেলে আব্দুল করিম (৫৬), পশ্চিমজুড়ী ইউনিয়নের হরিরামপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মাসুদ মিয়া (৪৪), বেলাগাঁও গ্রামের মো: রেনু মিয়ার ছেলে মো: অলিক মিয়া (৩৮), ঘরেরগাঁও গ্রামের মৃত তৈমুছ আলীর ছেলে মো: রফিক মিয়া (৪০), বেলাগাঁও গ্রামের মৃত নিধু মিয়ার ছেলে আলাল মিয়া (৪২), জায়ফর নগর ইউয়নের বিরেশ বিশ্বাসের ছেলে রানু বিশ্বাস (৪৫), যতীন্দ্র বিশ্বাসের ছেলে প্রতাপ বিশ্বাস (৩৫), হরকুঞ্জি গ্রামের নন্দলাল বিশ্বাসের ছেলে অবিনাশ বিশ্বাস (২৭), ছুলারকরি গ্রামের মতিলাল বিশ্বাসের ছেলে সুভাস চন্দ্র বিশ্বাস (৩৯), দক্ষিণ লগাটি গ্রামের জ্ঞান চন্দ্র দাসের ছেলে টিটু লাল দাস (২৭), দাসেরবাজার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের করুনাময় দাসের ছেলে সুভাষ দাস (৪৬), তালিমপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে সৈয়দ হোসেন (৩২), সুজানগর ইউনিয়নের বুলারকান্দি কামাল মিয়ার ছেলে বশর আলী (৩২), দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে সুনু মিয়া (৩৫), বড়লেখা উপজেলার তিলপাড়া ইউনিয়নের উলুরি গ্রামের মৃত মনজ্জির মিয়ার ছেলে ফয়েজ আহমদ (৪৪), ভুকশিমুইল ইউনিয়নের কুরবানপুর গ্রামের মৃত আব্দুস সোবাহানের ছেলে মো: ফারুক মিয়া (৪৪), কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর গ্রামের মো: রহমত খানের মো: মুছা খান (৩৮), আমতৈল ইউনিয়নের আটগাঁও পাটুলী গ্রামের মৃত বকনের ছেলে আলম মিয়া (৩১), কনকপুর ইউনিয়নের রাহা গ্রামের বারিক মিয়ার ছেলে মো: মসুদ মিয়া (৫১)।
গোয়েন্দা শাখার এসআই তোফাজ্জল হোসেন বলেন, জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ১৯ জুয়াড়ী আটক করা হয়। আব্দুল জব্বার ও সাইফুল ইসলাম নামের ২ জুয়াড়ি পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের মামলাসহ জেল কারাগারে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন