জুড়ীতে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণ

June 11, 2022,

আল আমিন আহমদ॥ মৌলভীবাজারের জুড়ীতে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক মাটি ভরাট ও ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন জানা যায়, জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জায়ফরনগর গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র তাজ উদ্দিন ও তার ভাইয়েরা মৌজা জায়ফরনগর, জেল নং ১৯ এসএ দাগ নং-৬৭২, আর এস দাগ নং-৫৯১, শ্রেনী চারা পরিমান-০.৩২৫ একর সম্পত্তি ভোগ দখল করে আসছিলেন। এ সম্পত্তি নিয়ে বিবাদী পক্ষ একই গ্রামের আজেফর আলীর পুত্র ফখরুল ইসলাম, সুরমান মিয়া, আলতাব মিয়া, নজরুল মিয়া, মো. ফোরকান মিয়া, আলতাব মিয়ার পুত্র মো. মাহিন মিয়া গং দের সাথে বিরোধ চলে আসছিলো। উক্ত বিষয় নিয়ে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত কুলাউড়া মৌলভীবাজার মোকদ্দমা নং-১০৭/২২(স্বত্ব সফি) চলমান আছে। বিজ্ঞ আদালত, নালিশি তফসিল ভূক্ত ভূমিতে কোনরূপ রুপান্তর মূলক কার্য না করার জন্য উভয় পক্ষক্ষে নির্দেশ দেন। গত ১৯ মে ২০২২ইং জুড়ী থানার এসআই খসরুল আলম বাদল আদালতের আদেশের প্রেক্ষিতে বিরোধপূর্ণ সম্পত্তির উপর কোনরূপ রুপান্তর মূলক কার্য না করার জন্য উভয় পক্ষকে দন্ডবিধি আইনের ১৫৪ ধারা বলে নোটিশ প্রদান করেন। কিন্তু বিবাদী পক্ষ আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জোরপূর্বক মাটি ভরাট করে ঘর নির্মাণ করছে। বাদী পক্ষ মাটি ভরাট ও ঘর নির্মাণ করার বিষয়টি জুড়ী থানা পুলিশকে বার বার অবগত করার পরও কাজ বন্ধ করা যায়নি।
বাদী তাজ উদ্দিন অভিযোগ করে বলেন, জুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে আসলে ফখরুল ইসলাম গংরা ঘরের কাজ বন্ধ করে পালিয়ে যায়। পুলিশ চলে গেলে আবার পূনরায় কাজ শুরু করে দেয়।
এবিষয়ে জুড়ী থানার এস আই খসরুল আলম বাদল জানান, বিরোধপূর্ণ সম্পত্তির উপর যাতে কোন প্রকার কার্যক্রম পরিচালনা না হয় সে জন্য দু’পক্ষকে নোটিশ প্রদান করেছেন। তাজ উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com