জুড়ীতে আম্বিয়া-মোসলেহ উদ্দিন ট্রাস্টের ঘরের চাবি হস্তান্তর
হারিস মোহাম্মদ॥ জুড়ীতে আম্বিয়া মোসলেহ উদ্দিন ট্রাস্টের উদ্যোগে ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে কম ভাগ্যবান রফিক মিয়াকে একটি পাকা ঘর নির্মাণ করে দিয়ে আনুষ্ঠানিকভাবে চাবি হস্তান্তর করা হয়েছে।
শনিবার ১১ ফেব্রুয়ারি সকালে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের হরিরামপুর গ্রামে আম্বিয়া – মোসলেহ উদ্দিন ট্রাস্টের পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের চেয়ারম্যান লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেজারার সালেহ আহমদের বড় ভাই পরিচালক সাইফুদ্দিন মানিক খোশমানের সভাপতিত্বে ও জুড়ী প্রেসক্লাব সহ-সভাপতি, মানব ঠিকানা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার্স হারিস মোহাম্মদের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুল মজিদ, খোরশেদ আলম ও ব্যবসায়ী কবির উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব তাজুল ইসলাম বলেন, আম্বিয়া-মোসলেহ উদ্দিন ট্রাস্টের এ মহতী উদ্যোগকে আমি স্বাগত জানাই। প্রতিবেশীদের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। তারা খেয়েছে কিনা খোঁজ-খবর নিতে হবে। এলাকার সাবেক কয়েক বারের নির্বাচিত ইউপি সদস্য মরহুম মোসলেহ উদ্দিন মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবা করে গেছেন।
তারই সুযোগ্য সন্তান মানবতার ফেরিওয়ালা লন্ডন প্রবাসী সালেহ আহমদ হতদরিদ্র রফিক মিয়াকে সুন্দর একটি পাকা ঘর নির্মাণ করে মাথা গোজার ঠাঁই করে দিয়েছে। তার এ মহতী কাজে উপস্থিত হতে পেওে নিজেকে গর্বিত মনে করছি। তিনি সমাজের বিত্তবানদেও সালেহ আহমদেও মতো অসহায়, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
হরিরাম পুর গ্রামের উপকারভোগী রফিক মিয়া ঘর পেয়ে বলেন, আমার ভাঙ্গাচুর একটি ঘর ছিল, বৃষ্টির সময় এলে ঘরের ভিতর পানি জমে যেত। স্ত্রী-সন্তানদের নিয়ে অনেক কষ্ট করে বসবাস করতে হয়েছে। আম্বিয়া-মোসলেহ উদ্দিন ট্রাস্টেও পাকা বসত-ঘর পেয়ে আমি অনেক খুশি।
মন্তব্য করুন