জুড়ীতে ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা
আল আমিন আহমদ॥ আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জুড়ী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। এই ৫টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন রবিবার বিকালে চূড়ান্ত করা হয়েছে। দলীয় সভানেত্রীর কার্যালয়ে দলের নীতিনির্ধারকদের বৈঠকে এ মনোনয়ন চূড়ান্ত হয়।
এতে উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীকের জন্য মনোনীত হয়েছেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সাবেক ৫ বারের চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের সংগঠক, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক আব্দুল খালিক চৌধুরীর ছেলে জায়েদ আনোয়ার চৌধুরী, পশ্চিম জুড়ী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, পূর্বজুড়ী ইউনিয়নে গত নির্বাচনে নৌকা নিয়ে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ কে নৌকা না দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদী কে মনোনয়ন দেওয়া হয়েছে। গোয়ালবাড়ী ইউনিয়নে মনোনীত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ এবং সাগরনালে মনোনীত হয়েছেন সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল নূর কে।
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন