জুড়ীতে একরাতে চার বাড়িতে চুরি আতংকে গ্রামের মানুষ

October 24, 2022,

হারিস মোহাম্মদ॥ জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামে একরাতে চার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

জানা যায়, রোববার ২৩অক্টোবর রাতের কোনো এক সময় চোরচক্র পূর্ব বেলাগাঁও কন্টিনালা সমাজের আব্দুল খালেকের ঘরে প্রবেশ করে ২টি টার্চ মোবাইল ফোন, জহির মিয়ার ঘর থেকে ১টি,  জমির উদ্দিনের ঘর থেকে ১টি ও সাহার উদ্দিনের ঘর থেকে ১টি টার্চ মোবাইল এবং ১টি টর্চ লাইট চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগীরা জানান চোরের দল গভীর রাতে বাড়িতে প্রবেশ করে বসত ঘরের দরজা ও জানালার সিটকারি ভেঙ্গে এসব মোবাইল ফোন নিয়ে ছটকে পড়ে। চুরিকৃত এসব মোবাইল ফোনের মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানা গেছে। ঘনঘন চুরির ঘটনায় গ্রামের মানুষের মাঝে আতংক বিরাজ করছে।

৫নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কাশেম জানান চুরির ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে অবগত হই এবং ঘটনাটি ইউপি চেয়ারম্যান ও জুড়ী থানাকে অবগত করি। ইউপি চেয়ারম্যান মাছুম রেজা মুঠো ফোনে বলেন, একই রাতে চার বাড়িতে চুরির ঘটনাটি ইউপি সদস্যের কাছ থেকে জেনেছেন। তিনি অপরিচিত কাউকে রাতের বেলায় এলাকায় সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করতে দেখলে সাথে সাথে আটক করে থানায় খবর দেয়ার পরামর্শ দেন।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোর্শারফ হোসেন মুঠো ফোনে বলেন, ই্উপি সদস্যের মাধ্যেমে তিনি চুরির ঘটনা জানতে পারেন। অবিযোগ পেলে  তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com