জুড়ীতে এক রাতে ১০ দোকানে চুরি

July 18, 2022,

আল আমিন আহমদ॥ জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের কামিনীগঞ্জ বাজারের বিজিবি ক্যাম্প চত্ত্বর ফুলতলা সড়ক ও লামাবাজার এলাকায় রোববার ১৮ জুলাই রাতে একসাথে ১০টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। তবে দোকানগুলোর সামনের সাটারের তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করলেও ক্যাশবাক্সের খুচরো টাকা ছাড়া তেমন কোন মালামাল নেয়নি বলে দোকান মালিকগন জানিয়েছেন। রাতে  পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

জানা গেছে, রোববার রাত দু’টার পর বিজিবি  ক্যাম্প চত্ত্বর এলাকা ফুলতলা সড়কে এস এম ট্রেডাস, মনির ট্রেডাস ও লামাবাজার  এলাকার আবুল কাসেম  ফার্মেসী, শাহজালাল ফার্মেসী, জে গ্রুফ, ফরিদ ভেরাইটিজ স্টোর, শাহিন মোবাইল সার্ভিস, আক্কাস আলীর পানের দোকান, আরিফের চায়ের টং এর দোকানের সামনের সাটারের তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটেছে।  ক্যাশবাক্সের খুচরো টাকা ছাড়া চোরেরা অন্য কোন মালামাল নয়নি। মেইন রোডের পাশের দোকানগুলোতে এধরণের দুঃসাহসি চুরির ঘটনায় ব্যবসায়ি মহলে আতংক বিরাজ করছে।

জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  হাজী মাসুম রেজা বলেন, গত  রাতে  জুড়ী থানার ওসি (তদন্ত) কে বাজারে আশেপাশের সন্দেহভাজন চুরদের তালিকা দিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলাম, উনারা কোন ব্যবস্থা নেননি,  রাতে  টহল পুলিশের ব্যবস্থার কথা বলেছিলেন। পুলিশ যদি রাতে  তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হতো তাহলে এতগুলো দোকান চুরি হতোনা।

জুড়ী থানার ওসি (তদন্ত)  আবুল কালাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।একজন চোরকে সনাক্ত করা গেছে  গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com