জুড়ীতে এক শিশুকে বলাৎকারের অভিযোগ

April 16, 2022,

স্টাফ রিপোর্টার॥ জুড়ীতে বারো বছরের এক শিশুকে বলাৎকার করার অভিযোগ পাওয়া গেছে। ১৪ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামে এ ঘটনাটি ঘটে।
ঘটনার শিকার শিশু স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। এঘটনায় শিশুর মা জুড়ী থানায় একটি অভিযোগ দিয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ৭টায় শিশুটি তারাবির নামাজ পড়ার জন্য স্থানীয় মসজিদে যাচ্ছিল। পথিমধ্যে নির্জন স্থানে একই গ্রামের আব্দুর রসিদের ছেলে কালা (৩২) শিশুটির মুখ চেপে ধরে তাকে বলাৎকার করে পালিয়ে যায়। এক পর্যায়ে আহত হয়ে পড়া শিশুর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন। এ ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত কালার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
গ্রামবাসীর অভিযোগ, কালা ইতোপূর্বে বলাৎকার ও ধর্ষণসহ প্রায় অর্ধশত ঘটনা ঘটিয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। মাদক সেবন করে সে এলাকায় নৈরাজ্য সৃষ্টি করে। তার ভয়ে গ্রামের শিশুরা ঘর থেকে বের হবার সাহস করেনা। শিশু শিক্ষার্থীরা সবসময় থাকে আতঙ্কে।
গত বছর রমজান মাসে স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্রকে ও এর আগে গ্রামের অন্য এক শিশুকে এভাবে ভয় দেখিয়ে বলাৎকার করে। শিশুটির বাবা এঘটনায় মামলা করলেও স্থানীয় মোড়লদের চাপে পড়ে আপোষ করতে বাধ্য হন।
এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, বলাৎকারের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত কালার বিরুদ্ধে এরকম আরো দু’টি মামলা আছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com