জুড়ীতে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২১
হারিস মোহাম্মদ॥ মৌলভীবাজার জেলার জুড়ীতে এসএসসি/সমমানের প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ২১জন পরীক্ষার্থী। তারমধ্যে ১২ জন এসএসসিতে, দাখিলে ৭ জন এবং ভোকেশনালে ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার পাঁচটি পরীক্ষা কেন্দ্রে এসএসসি/সমমানের পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্র গুলো হল জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় (ভেন্যু-জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ),হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়,জায়ফরনগর উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল) ও দাখিলের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে হযরত শাহখাকী (রহ:) আলীম মাদ্রাসায়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন জানান,প্রথমদিনের বাংলা ১ম পরীক্ষায় এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ২ শত ৮৯ জন। উপস্থিত ছিল ২ হাজার ২শত ৬৮ জন। আর দাখিলে প্রথমদিনের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৩শত ৮৬ জন। উপস্থিত ছিল ৩শত ৭৯জন। ভোকেশনালে মোট ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জন উপস্থিত ছিলেন।
পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী।
মন্তব্য করুন