জুড়ীতে এসএসসি ৬৮ দশমিক ৫৫ শতাংশ ও দাখিল পরীক্ষায় ৭৯ দশমিক ২১ শতাংশ

November 28, 2022,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন পেয়েছেন ৭২ জনতার মধ্যে পাশের হার ৬৮.৫৫ ভাগ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর ১হাজার ৯শত ১১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।   উত্তীর্ণ হয়েছেন ১৩১০ জন। জিপিএ-৫ প্রাপ¦ প্রতিষ্ঠানগুলোর মধ্যে জুড়ী সরকারী মডেল উচ্চ বিদ্যালয় ২৭, মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয় ১১, নিরধ বিহারী উচ্চ বিদ্যালয় ৫, জায়ফরনগর উচ্চ বিদ্যালয় ৪, হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় ১৮, হোছন আলী উচ্চ বিদ্যালয় ১, কচুরগুল উচ্চ বিদ্যালয় ১, শিলুয়া উচ্চ বিদ্যালয় ৪ ও রাগনা বটুলি উচ্চ বিদ্যালয় ১ টি।

দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৪০৪ জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হয়েছেন ৩২০ জন। পাশের হার ৭৯.২১ ভাগ । জিপিএ-৫ পেয়েছে ৭জন।  নয়াগ্রাম দাখিল মাদরাসা ৪, শাহখাকি (রহ:) আলিম মাদরাসা ২ ও নয়াবাজার ফাজিল মাদরাসা ১ জন জিপিএ-৫ পেয়েছে।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি অংশ নেয়। মোট তিন হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com