জুড়ীতে ওএমএস কার্যক্রমের আওতায় ৩০ টাকা কেজি মূল্যে চাল বিক্রি শুরু

September 3, 2022,

জুড়ী প্রতিনিধি॥ সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ওএমএস কার্যক্রমের আওতায় ৩০ টাকা কেজি মূল্যে প্রতিজনকে ৫ কেজি করে চাল বিক্রি শুরু হয়েছে। বৃহষ্পতিবার ১ সেপ্টেম্বর ওএমএসের আওতায় স্বল্পমূল্যে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার সোনিয়া সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী,একাডেমিক সুপারভাইজার মোঃ আলা উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ খান প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ খান জানান, উপজেলায় দুই জন ডিলারের মাধ্যমে সপ্তাহে ৫ দিন করে উক্ত দরে চাল বিক্রি করা হবে। ডিলাররা হলেন উপজেলার ফুলতলা রোডের ইউসিবি ব্যাংকের সামনের জমসেদুল ইসলাম ও নতুন থানা ভবনের সামনের জিসু চন্দ্র দেব। প্রতিদিন ডিলার প্রতি ২ টন করে মোট ৪ টন চাল বরাদ্দ করা হয়েছে। এতে প্রতিদিন ৫ কেজি করে ৮০০ জন চাল কিনতে পারবেন।
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, এ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com