জুড়ীতে ওরুস আয়োজন নিয়ে দুই পক্ষের উত্তেজনা, আহত ১
জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে পবিত্র রমজান মাসে ওরুস আয়োজনের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ওরুসের পক্ষের লোকজন বিপক্ষের মানববন্ধনে বারবার ধাওয়া করে, ব্যানার কেড়ে নেয়। তাদের অতর্কিত হামলায় হাফিজ জালাল উদ্দিন নামে একজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি শুক্রবার ৮ এপ্রিল বাদ জু’মা উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা বাজারে ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা বাজারে অবস্থিত সুফীসাধক হযরত আব্দুল আলী প্রকাশ শাহ নিমাত্রা (র.)-এর মাজার শরীফে আগামী ১১-১৩ এপ্রিল তিনদিন ব্যাপী ৫১তম বার্ষিক ওরুস মোবারক অনুষ্টিত হবে। এবছর পবিত্র রমজান মাসে ওরুস হওয়ায় রমজানের পবিত্রতা রক্ষার্থে ওরুসে নাচ, গান, বাজনা, মদ, গাঁজা, অশ্লীলতা, বেহায়াপনা ইত্যাদি ইসলামবিরোধী কাজ বন্ধের দাবিতে ধর্মপ্রাণ মুসলমান ও জাগ্রত মুসলিম জনতার পক্ষে শুক্রবার বাদ জু’মা ফুলতলা বাজারে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয়।
বুধবার এ ঘোষণা দেয়ার পর বৃহস্পতিবার আয়োজক কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক একই সময়ে একই স্থানে পাল্টা মানববন্ধনের ঘোষণা দেয়। শুক্রবার জু’মার নামাজের পর দু’পক্ষ পৃথক স্থানে মাইক লাগিয়ে মানববন্ধন শুরু করে। এ সময় ওরসের পক্ষের লোকজনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। বারবার মারমুখী হয়ে বিপক্ষের মানববন্ধনের দিকে তেড়ে যায়। এক পর্যায়ে বিপক্ষের মানববন্ধনে হামলা চালিয়ে ব্যানার কেড়ে নেয়া হয় এবং হাফিজ জালাল উদ্দিন নামক একজনের উপর হামলা চালানো হয়। পরে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন- বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। ধর্মীয় অনুভূতি, রমজানের পবিত্রতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন