জুড়ীতে ও বড়লেখায় ১০ দফা দাবিতে বিএনপির লিফলেট বিতরণ
হারিস মোহাম্মদ॥ মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজলায় ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার ১১ফেব্রুয়ারি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে জুড়ী উপজেলার ৬টি ইউনিয়ন ও বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান খসরু, সাংগঠনিক সম্পাদক আব্দুস শহীদ খান, পৌর বিএমপি আহবায়ক মহসিন আহমদ বাদল, সদস্য সচিব আব্দুল মালিক।
উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, সহ-সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, আব্দুল কাইয়ুম, ডা. মুস্তাকিম হুসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনু, সরদার আব্দুল গনি, নামর আলী, জাফরনগর ইউনিয়ন বিএনপি’র আহবায় সিরাজুল ইসলাম তোলা, সদস্য সচিব মো. আপ্তাব আলী, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক, নিপার রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক সেবুল আহমেদ, জায়ফলনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব জাহিদ হাসান জমির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুহেল আহমদ, আব্দুর রব, আসুক আহমেদ ও জামাল আহমদ প্রমুখ।
লিফলেট বিতরণ শেষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন- চাল, ডাল, তেল, আটা, লবন, বিদ্যুৎ, গ্যাসের দাম কমানোসহ এ সরকরের দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে বিএনপি’র আন্দোলন চলছে।
গণতন্ত্র ও গণবিরোধী সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে। আমাদের আন্দোলনে বাধা দিলে এর দায়ভার সরকারকে নিতে হবে।
মন্তব্য করুন