জুড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলাসহ ৭ জন গ্রেফতার
জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলাসহ ৭ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ৪ মে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, থানার উপপরিদর্শক (এসআই) অঞ্জন কুমার দাশের নেতৃত্বে ও উপপরিদর্শক (এসআই) পরিতোষ পাল, সহকারি উপপরিদর্শক (এএসআই) আব্দুল হক ফোর্সসহ জুড়ী থানার একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার হাতিয়া গ্রাম থেকে চাঞ্চল্যকর হত্যা মামলায় আত্মগোপনে থাকা ছিনু মিয়া, সুমন মিয়া, রাসেল মিয়া এবং পারুল মিয়াকে গ্রেফতার করেন।
জুড়ী থানার অপর একটি দল উপপরিদর্শক (এসআই) ফরহাদ মিয়ার নেতৃত্বে সহকারি উপপরিদর্শক (এএসআই) মহি উদ্দিন, সহকারি উপপরিদর্শক (এএসআই) কামাল সঙ্গীয় ফোর্সসহ বড়লেখা উপজেলা থেকে অভিযান চালিয়ে ৪ টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ জন ওয়ারেন্টের আসামীসহ ৭ সাত জন আসামীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, হত্যা মামলার ২ জন আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের মধ্যে একজন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জুড়ী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন এরুপ দুঃসাহসিক অভিযান ভবিৎষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সকলকে অপরাধীদের ব্যাপারে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহবানও জানান তিনি।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে
কাউয়াদিঘি হাওরে কৃষকদের নিয়ে বোরো ধান কর্তন করলেন জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত
মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে
মন্তব্য করুন